বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমানে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইন্টারনেট। বিভিন্ন বেসরকারি সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থা এই খাতে বিশেষ নজর দিচ্ছে। বিভিন্ন দেশের মানুষও বিষয়টি সম্পর্কে অবগত আছে।
তবে উন্নয়নশীল দেশসমূহের মানুষের মধ্যে একটি বড় অংশ মনে করে, ইন্টারনেট নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী। সম্প্রতি গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার ৩২টি উন্নয়নশীল দেশের মানুষের মাঝে একটি জরিপ পরিচালনা করে। ফলাফল থেকে দেখা গেছে, এসকল দেশের মানুষের মধ্যে সিংহভাগই মনে করে অর্থনীতির জন্য ইন্টারনেট খুবই ইতিবাচক একটি বিষয়। তার থেকেও বড় অংশ বিশ্বাস করে, শিক্ষা এবং ব্যক্তিগত সম্পর্কেও ইন্টারনেটের ইতিবাচক প্রভাব রয়েছে।
তবে ইন্টারনেটের খারাপ দিক সম্পর্কেও অবগত আছেন তারা। ৩২টি দেশের মধ্যে কেবল নিকারাগুয়া ছাড়া অন্যান্য সকল দেশের মানুষের মতে, রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে ইন্টারনেট। মানুষের নৈতিকতায় এর থেকেও খারাপ প্রভাব রয়েছে ইন্টারনেটের, মনে করেন ২৯ শতাংশ মানুষ।
তবে এই ৩২ শতাংশ মানুষ কেন এমন ধারণা পোষণ করেন, সে ব্যাপারে জরিপের ফলাফলে বিস্তারিত কিছু জানানো হয়নি।