Sports Image

নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটার বার্বার আর নেইনিউজিল্যান্ডের প্রবীণতম সাবেক টেস্ট ক্রিকেটার ট্রেভর বার্বার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জীবিত থাকা অবস্থায় এ ডানহাতি ব্যাটসম্যান ছিলেন কিউইদের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার।

ক্যারিয়ারে একটি টেস্ট ম্যাচই খেলেন বার্বার। বাঁহাতি ব্যাটসম্যান বার্ট সাটক্লিফ অসুস্থ থাকাতেই ত্রিশ বছর বয়সে জাতীয় দলে তার অভিষেক ঘটে। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় পরবর্তীতে আর ডাক পাননি।

ওয়েলিংটনে ১৯৫৬ সালের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলে মাত্র ১৭ রান করেন বার্বার। ফিল্ডিংয়ে প্রথম ইনিংসে কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান গ্যারি সোবার্সের ক্যাচটি তালুবন্দি করেন। অবশ্য, ৯ উইকেটের দাপুটে জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। আর ঘরের মাঠে চতুর্থ ও শেষ টেস্টে সান্ত্বনার জয় পায় স্বাগতিকরা।

জাতীয় দলে নিয়মিত না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে উজ্জ্বল ছিলেন বার্বার। তার নেতৃত্বে ১৯৫৬-৫৭ মৌসুমে প্লাঙ্কেট শিল্ডের শিরোপা ঘরে তোলে ওয়েলিংটন।