ছবি মুক্তির পর থেকেই জয়-জয়াকার অমিতাভ-দীপিকা আর সুজিতের পিকুর। গ্ল্যামার, ফ্যাশন, সেরা সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’।আইএফএফএম ২০১৫-তে সেরা ভারতীয় ছবির খেতাব পেলো ‘পিকু’।
শ্রেষ্ঠ পরিচালকও হয়েছেন সুজিত। অন্যদিকে সেরা অভিনেতা হয়েছেন ইরফান। কপাল মন্দ দীপিকার। তবে বিজয়ের হাসি হেসেছেন ভূমি পাদনেকা। ‘দাম লাগা কা হাইসা’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন বলিউডের নবাগত এ অভিনেত্রী।