Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

তামিমের সাফল্যের মূলে কেভিন পিটারসেন



লর্ডস ও ম্যানচেস্টার–টানা দুই টেস্টে সেঞ্চুরি। বলা যায়, তামিম ইকবাল ব্যাট হাতে কি করতে পারেন সেবারই সেটা ক্রিকেট বিশ্বের বোঝা হয়ে গিয়েছিল।

২০১০ সালের পর থেকে গত পাঁচ বছরে তামিমের সেই পারফরম্যান্স নিয়ে কম কথা হয়নি। আর এবার তামিম একটা রহস্যই উন্মোচন করে ফেললেন।

তামিম দৈনিক ইত্তেফাককে দেয়া এক সাক্ষাৎকারে শোনালোন কেভিন পিটারসানের সাথে দেখা করার অভিজ্ঞতার কথা। বললেন, ‘লর্ডসে যখন গেলাম, তখন তো খুব ভালো করছিলাম না। এটা নিয়ে শচীন, কেপি (কেভিন পিটারসেন) অনেকের সঙ্গেই কথা বলেছি। কেপি শূন্যে একটা গোলচিহ্ন এঁকে বলেছিলো, জীবনটা এই সার্কেলের মতো। এর কোথাও তুমি ভালো করবে, আরও ভালো করবে। আবার খারাপ করবে, আরও খারাপ করবে। খারাপ সময়ে মনে রাখবে, সামনেই ভালো সময় অপেক্ষা করছে। আর ভালো সময়ে মাথায় রাখবে, এটাই শেষ নয়। পৃথিবীর এমন কোনো ক্রিকেটার নেই যে, এই সার্কেলে ঢোকেনি।