টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি প্রথম গড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তারপর সেটা ছুঁয়ে ফেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যজুরবিন্দ্র সিং। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে ৭টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছিলেন গ্রেগ চ্যাপেল। তার এই রেকর্ড ১৯৭৭ সালে ছুঁয়ে ফেলেন ভারতের যজুরবিন্দ্র সিং। তিনি ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে ৭টি ক্যাচ ধরার রেকর্ড গড়েন। এরপর অবশ্য ১৯৯২ সালে শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে, ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এক ম্যাচে ৭ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন।
তবে প্রথম ৭ উইকেট নেওয়া গ্রেগ চ্যাপেলের এই রেকর্ডটি অক্ষত ছিল ৪১ বছর। তারপর অন্যান্য তাকে ছুঁলেও কেউ ছাড়িয়ে যেতে পারেনি। কিন্তু ৪১ বছর পর শুক্রবার গল টেস্টে আজিঙ্কা রাহানে এক টেস্টে ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়ে সবাইকে পেছনে ফেলে দেন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানে দিমুথ করুণারত্নে, লাহিরু থ্রিমান্নে, দিনেশ চান্দিমালের ক্যাচ নেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি থাম্মিকা প্রাসাদ, কুমার সাঙ্গাকারা, লাহিরু থ্রিমান্নে, জিহান মোবারক ও রঙ্গনা হেরাথের ক্যাচ নেন। সব মিলিয়ে ৮টি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়েন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডধারীগণ :
নাম ক্যাচ প্রতিপক্ষ তারিখ
আজিঙ্কা রাহানে (ভারত) ৮ শ্রীলঙ্কা ১২ আগস্ট, ২০১৫
গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া) ৭ ইংল্যান্ড ১৩ ডিসেম্বর, ১৯৭৪
যজুরবিন্দ্র সিং (ভারত) ৭ ইংল্যান্ড ২৮ জানুয়ারি, ১৯৭৭
হাশান তিলকারত্নে (শ্রীলঙ্কা) ৭ নিউজিল্যান্ড ৬ ডিসেম্বর, ১৯৯২
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) ৭ জিম্বাবুয়ে ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ৭ শ্রীলঙ্কা ৮ মার্চ, ২০০৪।