Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

স্মার্টফোনে ভূমিকম্পের পূর্বাভাস



ভূমিকম্পের আগাম সংকেত পাওয়া নিয়ে গবেষকরা অনেকদিন থেকেই কাজ করে যাচ্ছেন। তবে এবার এই গবেষণায় যুক্ত হয়েছে স্মার্টফোন। যুক্তরাষ্ট্রের একদল গবেষক নতুন এ তথ্য জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভৌগলিক জরিপ সংস্থা এই গবেষণা পরিচালনা করেছে। সংস্থাটি জানিয়েছে, একটি অঞ্চলের ভূ-প্রাকৃতিক অবস্থায় কোন পরিবর্তন এলে স্মার্টফোনের জিপিএস সেন্সর সেটি শনাক্ত করতে পারে। আর একসাথে অনেকগুলো স্মার্টফোনে যদি এই পরিবর্তন ধরা পড়ে, তাহলেই ভূমিকম্পের পূর্ভাবাস পাওয়া সম্ভব।

এই প্রযুক্তি ব্যবহার করা হলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন গবেষক দলের সদস্যরা। আর যেহেতু বর্তমানে স্মার্টফোনের ব্যাপক ব্যবহার রয়েছে, তাই খুব সহজেই এর মাধ্যমে একটি ভূমিকম্প প্রতিরোধী নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব।