Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

কন্টাক্ট লেন্স ব্যবহারে টিপস






অনেকে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করে থাকেন। চশমার পরিবর্তে অথবা লুক পরিবর্তনের জন্য তারাও পাওয়ার কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। সাধারণ কিছু নিয়ম মেনে চলতে পারলে কন্টাক্ট লেন্স ব্যবহার আপনাকে দেবে চশমা থেকে মুক্তি এবং স্টাইলের জন্য পাবেন নতুন লুক।

কন্টাক্ট লেন্স কেনার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন-

*কেনার আগে উৎপাদনের ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে
*কন্টাক্ট লেন্স এর সঙ্গে নতুন সলিউশ্যন কিনতে হবে
*গায়ের রঙ এর সঙ্গে মানানসই রঙের কন্টাক্ট লেন্স ব্যবহার করুন। এমন কোনো রঙের লেন্স ব্যবহার করা উচিৎ নয়, যাতে আপনাকে দেখতে বেমানান লাগে।
*প্রতিটি কন্টাক্ট লেন্স এর জন্য আলাদা বক্স ব্যবহার করুন এবং অবশ্যই সেটি যেন সলিউশ্যন পূর্ণ থাকে।

কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলুন-

*লেন্স পরার আগে অবশ্যই হাত ভালোমত পরিস্কার করে নিন। কন্টাক্ট লেন্সে কখনই নখ দিয়ে চিমটাবেন না এতে লেন্স ছিঁড়ে যেতে পারে।
*প্রতিবার ব্যবহারের পর সলিউশ্যন পরিবর্তন করুন।
*লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপ এ যাবেন না, এতে করে লেন্স গোলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
*লেন্স পরে থাকা অবস্থায় চোখে পানি দেবেন না।
*লেন্স পরে থাকা অবস্থায় চোখ ডলবেন না।
*লেন্সে কোনো বালি বা ময়লা ঢুকলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন।
*ঘুমানোর আগে অবশ্যই লেন্স খুলে ঘুমাবেন।