সার্চ জায়ান্ট গুগলের প্রকৌশলী ড্যান ফ্রেডিনবুর্গ আর নেই। শনিবার নেপালের প্রলয়ংকরী ভূমিকম্পের সময় তিনি মাউন্ট এভারেস্টের একটা বেজ ক্যাম্পে ছিলেন।
গুগল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের নিজেদের একজনকেও হারিয়েছি।’ গুগল আরও জানায়,‘মাউন্টেন ভিউ প্রকল্পের দীর্ঘ দিনের সদস্য ড্যান ফ্রেডিনবুর্গ আরও তিন গুগল সদস্যের সঙ্গে এভারেস্টে আরোহণ করছিলেন। তিনি মারা গেছেন। গুগলের অন্য তিন সদস্য নিরাপদ আছেন এবং শিগগিরই তাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য কাজ করছি।
২০১৩ সালে নিজের ব্লগপোস্টে ফ্রেডিনবুর্গ লেখেন, ‘পর্বতচূড়ায় উঠে দাঁড়ানোর কোনো তুলনা হয় না। কিন্তু গুগল ম্যাপস দিয়ে আপনি নিজেকে সব সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারবেন। অসাধারণ সব দৃশ্য দেখতে পাবেন। আর এগুলো আপনি দেখবেন পর্বতারোহীদের মতো তুষার ধস, পাথর ধসসহ উচ্চতম দুর্গম স্থানের ভয়াবহ কোনো ঝুঁকি মোকাবিলা না করেই।’
গুগলের অত্যন্ত গোপন সৃজনশীল গবেষণাগার ‘গুগল এক্স’ ল্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ড্যান ফ্রেডিনবুর্গ। ফ্রেডিনবুর্গ ২০০৭ সাল থেকে গুগলে কাজ করছিলেন।