Travel Image

সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার আগেবাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রতিবছর অনেকেই বেড়াতে যান। আবার বিদেশে গিয়েও অনেকে সমুদ্র সৈকতে বেড়াতে যান। আসুন জেনে নেই সমুদ্র সৈকতে যাওয়ার আগে করণীয়ঃ

১। প্রথমে চিন্তা করুন আপনি কতক্ষণ থাকবেন। সময়ের উপর নির্ভর করছে আপনি কতবার পোশাক পরিবর্তন করবেন।
২। আবহাওয়ার উপর নির্ভর করে পোশাক নিয়ে যাবেন। পোশাক নেওয়ার সময় খেয়াল করুন এই সময়ের মধ্যে সাধারণত আপনি কতবার পোশাক পরিবর্তন করেন।
৩। যদি বর্ষাকাল হয় তবে সে অনুসারে পোশাক নেওয়ার চেষ্টা করুন।
৪। সমুদ্রে নামার আগে অবশ্যই সুইমিং কস্টিউম নির্বাচন করুন। অনেকেই সাধারণ পোশাক পড়ে পানিতে নেমে যান যা একদম ঠিক নয়।
৫। যা যা নিচ্ছেন তার একটি তালিকা এক সপ্তাহ আগেই লিখে রাখুন।
৬। যাওয়ার আগে নিজেকে সমুদ্র সৈকতে কল্পনা করুন। আপনার স্কিন কেয়ারের জন্য কি কি লাগতে পারে। যেমন, সান ক্রিম, টাওয়েল ইত্যাদি।
৭। সমুদ্রের পানিতে নামার আগে আশেপাশের নিয়মাবলী ভাল করে পড়ে নিন কিংবা স্থানীয় গাইডদের সাথে কথা বলতে পারেন। কেননা সমুদ্রের কিছু জায়গা গোসলের জন্য বিপদজনক।
৮। থাকার জায়গা আগে থেকেই ঠিক করে যান। খাবার প্যাক করে নিয়ে যাবেন নাকি খাবার কিনে খাবেন তা ঠিক করুন। তবে সমুদ্র এলাকায় খাবার দাম বেশি থাকে।
৯। প্রয়োজনীয় টাকা নিয়ে যাবেন তবে প্রয়োজনের অতিরিক্ত টাকা নেওয়া ঠিক নয়।