Travel Image

স্বল্প সময়ে ঢাকার কাছে ময়মনসিংহ ট্যুর দিয়ে আসতে পারেন

স্বল্প সময়ে ঢাকার কাছে ময়মনসিংহ ট্যুর দিয়ে আসতে পারেন

ময়মনসিংহ এর কয়েকটি দর্শনীয় স্থান হলো শশীলজ, মুক্তাগাছা জমিদার বাড়ি, জয়নুল আবেদিনের সংগ্রহশালা, জয়নুল আবেদিন পার্ক ইত্যাদি।

যেভাবে যাবেন:
মহাখালি বাস স্ট্যান্ড থেকে এনা, শামিম সহ কয়েকটি বাস ছেড়ে যায় প্রতি ঘন্টায়। সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টার মতো। ময়মনসিংহ নেমে অটো ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন ময়মনসিংহের দর্শনীয় স্থান গুলো।


খরচ:

খরচ সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তবে ৫-৬ জনের টিম নিয়ে গেলে খাবার দাবার ঘুরা ফেরা সহ ১২০০-১৫০০ টাকায় খুব ভালো করে ঘুরে আসতে পারবেন। আর দেখতে পারবেন দর্শনীয় স্থান গুলো । তো আর দেরি কেন বেড়িয়ে পরুন ভ্রমণ প্রিয় বন্ধু-বান্ধব নিয়ে।