Sports Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণাবাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল লড়াইয়ে মাঠে নামার আগে ১টি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের জন্যে ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচিত ১৩ ক্রিকেটারকে ২ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিসিবি একাদশের খেলোয়াড় : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মোহাম্মমদ মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম।

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তাছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।