Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

বিজ্ঞানের অজানা তথ্য



প্রযুক্তির কারনেই মানুষ নানা অজানাকে জানতে পারছে এবং এর ফল উপলব্ধি করতে পারছে। তার সাথে সাথে জানতে পারছে নানান অজান সব তথ্য। সেই সকল তথ্যগুলোর কিছুটা সবার সমানে তুলে ধরা হলোঃ

 প্রতি সেকেন্ডে মানুষের শরীরে প্রায় ১৫ মিলিয়ন নতুন রক্তকণিকা তৈরি হয় আর পুরোনো রক্তকণিকা ধ্বংস হয়
 একজন মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কতটি গণনা করতে পারে জানেন কি?
১০ কোয়াড্রিলিয়ন মানে ১০০ কোটি কোটি। আজ পর্যন্ত এমন কোনো কম্পিউটার তৈরি হয়নি, যেটির হিসাব করার এরকম অসাধারণ ক্ষমতা আছে।
 জানেন কি, প্রতিদিন পৃথিবীতে কতোবার বিজলি চমকায়?
প্রায় ৮৬ লক্ষ ৪০ হাজার বার! যখন বিজলি চমকায় তখন সেখানে প্রায় ১ বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়! আর তাতে যে তাপ উৎপন্ন হয় তা সূর্যের চেয়েও ৫ গুণ বেশি!
 আমরা জানি, সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তো ঘুরছেই। কিন্তু সূর্যকে ঘিরে একবার ঘুরতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে জানেন? নেপচুনের। নেপচুন আবিষ্কৃত হয়েছিলো ১৮৪৬ সালে। আর তারপর নেপচুনের সূর্যকে ঘিরে একবার ঘোরা শেষ হলো এ বছরেই, ২০১১ সালে!
 যখন আমরা কোনো কিছু স্পর্শ করি, তখন ঘণ্টায় ১২৪ মাইল বেগে তথ্যটা মস্তিষ্কে পৌঁছায়।
 ডান পাশের ফুসফুস বাম পাশের চেয়ে বেশি বাতাস গ্রহণ করে।
 শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ। কচ্ছপের কিন্তু দাঁত নেই।
 রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সবচেয়ে বড় জাতের বিড়াল। এরা পানি পছন্দ করে। পানিতে শিকারও করতে পারে।
 বিল গেটসের বাড়ির ডিজাইনকরা হয়েছে ম্যাকিনটস কম্পিউটার ব্যবহার করে।
 একজন মানুষ এক বছরে গড়ে ১৪৬০ টি স্বপ্ন দেখে- মানুষের মস্তিস্কের ৮০%ই পানি- মৃত্যুর পরেও মানুষের চুল ও নখ বাড়ে।
 গড়ে আমেরিকানরা প্রতি বছর ১৮ বিলিয়ন হটডগ খায়!
 বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
 গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।
 মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ।
 হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
 মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
 প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
 আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
 ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়। একটু চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি
 গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
 আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয়।
 সাপ হচ্ছে একমাত্র সত্যিকারের মাংসাশী প্রাণী। কারণ অন্য প্রাণীরা কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেলেও সাপ কখনোই তা করে না।