Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসটিতে পুরনো অ্যান্ড্রয়েডের সব ফাইল একবারে নিয়ে আসবেন যেভাবে


বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে ফাইল আদান প্রদান করার জন্য সবথেকে বেশি যে অ্যাপটি ব্যাবহার করেন সেটা হলো SHAREit। বিখ্যাত প্রযুক্তিপন্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এর তৈরি অ্যাপটি মার্কেটে আসার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে ব্লুটুথ এর বদলে ওয়াই ফাই হটস্পট নেটওয়ার্ক ব্যাবহারের ফলে ডাটা ট্র্যান্সফারে দ্রুতগতি অ্যাপটির জনপ্রিয়তার অন্যতম প্রধান কারন।
তবে এই অ্যাপটি ব্যাবহার করে যে পুরনো ডিভাইসের সকল ফাইল (অ্যাপ সাপোর্টেড) একবারেই নতুন কেনা ডিভাইসে ট্রান্সফার করা যায় সেটা অনেকেরই অজানা। আর এই সুবিধাটির জন্য SHAREit এ আছে CLONEit ফাংশন। ফাংশনটি ব্যাবহার করে খুব সহজেই পুরনো ডিভাইসের সকল ফাইল নতুন ডিভাইসে ট্রান্সফার করা যায়।
তো চলুন দেখি কিভাবে CLONEit ফাংশনটি ব্যাবহার করে একটি ডিভাইসের ফাইলগুলোকে কপি করে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যায়...


১. ধারনা করছি আপনার পুরনো ডিভাইসে SHAREit অ্যাপসটি আছে। যদি না থাকে তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এবার পুরনো ডিভাইসে SHAREit ওপেন করুন।

২. SHAREit অ্যাপটি ওপেন করলেই সবথেকে নিচে দেখবেন CLONEit নামের একটি আইকন। আইকনটিতে প্রেস করুন।

৩. CLONEit প্রেস করলে পরবর্তী স্ক্রিনে আপনার সকল ফাইল সিলেক্টেড/মার্কড অবস্থায় দেখাবে। আপনার টার্গেট স্মার্টফোনটিতে যদি SHAREit ইন্সটল করা থাকে তাহলে সেটি ওপেন করুন এবং রিসিভ আইকনটিতে প্রেস করুন। পাশাপাশি পুরনো ডিভাইসটিতে নেক্সট বাটন প্রেস করুন।



৪. এখন পুরনো ডিভাইসটি নতুন ডিভাইসটিকে সার্চ করবে। নতুন ডিভাইসটির আইকন দেখালে সেটার উপর প্রেস করুন। এখন আপনার পুরনো ডিভাইসটি থেকে সব ফাইল নতুন ডিভাইসটিতে চলে যাবে।

৫. যদি আপনার নতুন ডিভাইসটিতে SHAREit ইন্সটল করা না থাকে তবে পুরনো ডিভাইসটিতে সর্বশেষ সার্চ স্ক্রিনের নিচে (স্ক্রিনশট দ্রষ্টব্য) Send SHAREit to them এ প্রেস করুন এবং পরবর্তী স্ক্রিনে Bluetooth সিলেক্ট করুন। অপরদিকে টার্গেট স্মার্টফোনটিতেও Bluetooth ওপেন করুন এবং SHAREit ফাইলটি রিসিভ করে ইন্সটল করে ৩ নং পয়েন্ট থেকে ফলো করুন।

একই পদ্ধতিতে আপনি আপনার মোবাইল থেকে ফাইলগুলো ল্যাপটপেও নিতে পারবেন।