Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ইমেইল, পাসওয়ার্ড কেউ জেনে গেলে তাকে খুঁজে বের করার উপায়



আপনার ইমেইলের পাসওয়ার্ড কেউ হয়তো জেনে গেছে। এবং সে মাঝেমধ্যে আপনার মেইলে প্রবেশ করে। অথবা আপনার মেইল অ্যাড্রেস হ্যাকিং হয়ে গিয়েছিল তা পুনরুদ্ধার করতে পেরেছেন।

এখন কিভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল?

Gmail এর ক্ষেত্রেঃ প্রথমে Gmail ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন। নতুন একটি পেইজ আসবে। সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন, কত তারিখ, কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার Gmail এ প্রবেশ করা হয়েছে , সবগুলোর তালিকা আসবে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যাবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে।

আপনার E-mail এর Password কেউ জেনে গেলে, তাকে খুঁজে বের করবেন কিভাবে

তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার mail এ প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে

http://ittipsyoutube.blogspot.com/p/ip-tracer-and-ip-locator.html

উপরের লিংকে গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।