Sports Image

না ফেরার দেশে পিটার পেট্রিকনা ফেরার দেশে চলে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার পিটার পেট্রিক। সোমবার ৭২ বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থানকালে মারা যান কিউইদের হয়ে প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাট্রিক করা পিটার। ৩৪ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া প্যাট্রিক নিজের অভিষেক ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে করেছিলেন হ্যাট্রিক। ১৯৭৬ সালে লাহোরে হওয়া সেই ম্যাচে আরেক অভিষিক্ত জাভেদ মিয়াদাদ, ওয়াসিম রাজা ও ইন্তিখাব আলমকে পরপর তিন বলে আউট করেন তিনি।


প্যাট্রিক ছিলেন ক্রিকেট ইতিহাসের সেই তিন ক্রিকেটারের একজন যারা অভিষেকেই হ্যাট্রিক অর্জন করেছেন। মরিস অ্যালন ও ডেমিয়েন ফ্লেমিং হলেন বাকি দুইজন। এছাড়াও কিউইদের হয়ে টেস্টে হ্যাট্রিক করা দুই বোলারের একজন, অন্যটা জেমস ফ্রাংকলিনের। মাত্র ছয় টেস্টের ছোট ক্যারিয়ারে ব্ল্যাক ক্যাপসদের হয়ে পিটার নিয়েছিলেন ৪২.৫৬ গড়ে ১৬ উইকেট। ক্রিকেট থেকে অবসরের পর নিজেকে লন বোল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেন, এবং ২০০৬ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন।