Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

বার্সার ইতিহাসের সেরা ফুটবলার মেসি



গত মৌসুমটা দারুণ কেটেছে বার্সেলোনার। ইতিহাসের একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার ত্রিমুকুট জয়ের অবিস্বরনীয় কীর্তি গড়েছে তারা। বার্সেলোনার সভাপতি জোসেপ বার্তোমূর বিশ্বাস, আগামী মৌসুমেও ট্রেবল জয়ের মাইলফলক স্পর্শ করবে তারা।

২০০৯ মৌসুমে এক বছরে ক্লাবকে ছয়টি শিরোপা উপহার দিয়েছিলেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। লুইস এনরিকেও ক্লাবকে সেই সাফল্য এনে দেবে বলে মনে করছেন বার্তোমু। আর এটা কেবল মেসির পক্ষেই সম্ভব বলে মনে করেন তিনি।

এ বিষয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট বলেন, ‘এ বছর আশা করছি আবারও ছয়টি ট্রফি জিততে পারব। আমাদের স্বপ্নপূরণ হবে। মেসি আমাদেরকে সেই সাফল্য এনে দেবে। ও বার্সার ইতিহাসের সেরা ফুটবলার।’