Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

এক নজরে বিপিএল-২০১৭


গেইল তান্ডবে বিশাল রানের পাহাড় গড়েন রংপুর সাথে সমান তালে তাল মিলাচ্ছিলেন ম্যাককুলাম। সবমিলিয়ে ২০৬ রানের বিশাল স্কোর দার করান রংপুর রাইডার্স। ক্রিস গেইল একাই করেন ১৪৬ রান। ১৮ টি ছক্কা মেরে করেন বিশ্ব রেকর্ড। শুধু তাই নয় বিপিএল এর সর্বোচ্চ রানও এটা। বিপিএল এ মোট ৩ টি সেঞ্চুরি হয় ৩ টি করেন রংপুর রাইডার্স টিমের। ২ টি ক্রিস গেইল এর আর ১ টি চার্লস এর। ২০৬ রানা তাড়া করতে নেমে ঢাকা ডাইনামাইটস খেল হারিয়ে ফেলেন একমাত্র জহিরুল ছাড়া কেউই স্কোর বোর্ডেতেমন কোন অবদান রাখতে পারে নি। রাইডার্স শিবিরে দলীয় ৫ রানের মাথায় চার্লস কে আউট করে আঘাত হানে সাকিব। পরে আবার গেইলের ক্যাচ মিস করে সাকিব। একটা ক্যাচ মিস করে শিরোপা থেকে বঞ্চিত হলেন ঢাকা । ক্যাচ মিসের খেসারত দিলেন হারে হারে। ম্যাচ আর কোন উইকেট পতন হয় নি। একপ্রান্ত থেকে গেইল ঝড় অন্যপ্রানন্তে ম্যাককুলামের নির্ভরযোগ্য ব্যাটিং এ রানের চাকা হড় হড় করে ঘুরছিল গেইলের অপরাজিত ১৪৬ রান ম্যাককুলামের ৫১ রান যেন রানের স্তুপ হয়ে দাড়িয়েছিল ঢাকার জন্য। রানের নিচে চাপা পড়ে উঠে দাড়াতে পারে নি ঢাকা। ১৪৯ রান করতে ৯ উইকেট হারায় ঢাকা আর ২০ অভার শেষ করেন । ফলাফল রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী। বিপিএল ৫ আসরের ৪ টা শিরোপা উঠে মাশরাফির হাতে। বলা বাহুল্য এমনটা মনে হচ্ছে যে বিপিএল মানেই মাশরাফি। আসুন দেখেনেই বিপিএল সামারী।

চ্যাম্পিয়ন: রংপুর রাইডার্স
রানাসআপ: ঢাকা ডাইনামাইটস
৩য় স্থান কুমিল্লা ভিক্টোরিয়ানস

ম্যান অব দ্যা ম্যাচ: ক্রিস গেইল
ম্যান অব দ্যা সিরিজ: ক্রিস গেইল

সর্বোচ্চ রান সেরা ৫

ক্রিস গেইল (রংপুর): ৪৮৫
এভিন লুইস (ঢাকা): ৩৯৬
রবি বোপারা (রংপুর): ৩৬৫
তামিম ইকবাল: (কুমিল্লা): ৩৩২
মোহাম্মদ মিঠুন (রংপুর): ৩২৯

সর্বোচ্চ উইকেট সেরা ৫

সাকিব আল হাসান (ঢাকা): ২২
আবু জায়েদ (খুলনা): ১৮
হাসান আলী (কুমিল্লা): ১৬
সাইফুদ্দিন ( কুমিল্লা) : ১৬
শহীদ আফি্িরদ (ঢাকা): ১৫