Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

দাঁত ব্যথা, জেনে নিন পরামর্শ



দাঁতের ব্যথা যে কত ভয়ংকর তা যার হয়েছে শুধু সে জানে। বিনা নোটিশে শুরু হয়ে যেতে পারে দাঁত ব্যথা। কী কী কারণে হতে পারে দাঁত ব্যথা? “ডেন্টাল ক্যারিজ, যা দাঁতে পোকা হিসাবে আমাদের কাছে পরিচিত –এটি দাঁত ব্যথার অন্যতম প্রধান কারণ”। এছাড়া আক্কেল দাঁত, দাঁতের সমস্যা, মাড়িতে ইনফেকশন, পুঁজ হওয়া, আঘাতের কারণে দাঁতে ফাটল ইত্যাদি কারণেও দাঁত ব্যথা হতে পারে।

দাঁত ব্যথা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে অনেক সময় হঠাৎ করে দাঁত ব্যথা শুরু হতে পারে তখন কি করবেন? ঘরোয়া উপায়ে সাময়িকভাবে দাঁত ব্যথা দূর করার কিছু উপায় জেনে নিন।

১। লবণ পানিতে কুলকুচি করুন
দাঁত ব্যথা থেকে সাময়িক মুক্তির সহজ একটি উপায় হল লবণ পানিতে কুলকুচি করা। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লবণ গুলে নিন। মুখের ভেতরে পানি নিয়ে কিছুক্ষণ রাখুন, কুলিকুচি করে ফেলে দিন। এভাবে করতে থাকুন পরপর কয়েকবার। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা লবণ ব্যবহার করতে পারবেন না।

২। লবঙ্গ
দাঁতের ব্যথা দূর করার আদি উপায় হল লবঙ্গের ব্যবহার করা। আপনার ব্যথা হওয়া দাঁতে একটুকরো লবঙ্গ রেখে দিন। ব্যথা না কমানো পর্যন্ত এটি দাঁতের গোড়ায় রেখে দিন। এছাড়া লবঙ্গের তেল আঙ্গুলের মাথায় মেখে ব্যথার দাঁতে কয়েকবার ম্যসাজ করুন। এভাবে কিছুক্ষণ করুন দেখবেন ব্যথা কমে গেছে।

৩। ভ্যানিলা এক্সট্র্যাক্ট
সাধারণত কেক বিস্কুট তৈরিতে ব্যবহৃত ভ্যানিলা এসেন্স দিয়েও দূর করা যায় দাঁতের ব্যথা। একটি তুলোর বলে ডুবিয়ে নিন ভ্যানিলা এসেন্স । এরপর তুলোর বলটা ব্যাথাযুক্ত দাঁতের ওপর চেপে ধরে রাখুন।

৪। ভিনেগার
ভিনেগার একটি তুলার বলে ভিজিয়ে নিয়ে সেটা ব্যথাযুক্ত দাঁতের ওপর রাখুন। এভাবে কিছুক্ষণ রাখার পর ব্যথা কমে আসবে।

৫। আদা
এক টুকরো আদা ব্যথা দাঁতের ওপর রেখে দিন। আদাটা কামড় দিয়ে ধরে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ব্যথা আস্তে আস্তে কমে আসছে।

৬। বেকিং সোডা ব্যবহার
একটি কটন বাড বা তুলোর বল পানিতে ভিজিয়ে নিয়ে বেকিং সোডার কৌটায় ডুবিয়ে নিন। খুব সহজেই বেকিং সোডা লেগে যাবে কটন বাডটিতে । এবার দাঁতের উপর লাগিয়ে নিন। দেখবেন কিছুক্ষণ পর ব্যথা কমে গেছে।

৭। পেঁয়াজ
এক টুকরো পেঁয়াজ নিয়ে আক্রান্ত মাড়ি বা দাঁতের মাঝে রাখুন। আস্তে আস্তে চাপ দিন দেখবেন ব্যথা কমে গেছে।

এইগুলো সব দাঁত ব্যথা সাময়িকভাবে কমাবে। ব্যথা কমার পর অব্যশই একজন দন্ত রোগ বিশেষজ্ঞ এর নিকট যেতে হবে।