Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্ত থাকুন চিরকাল



তেলাপোকার যন্ত্রণা খুবই বিরক্তিকর তা যে কেউ এক কথাতেই মেনে নেবেন। ঘরের ভেতরে তেলাপোকার ঘোরাঘুরি সকলের জন্যই বেশ বিব্রতকর। এছাড়াও তেলাপোকার আবাসস্থল যে খুবই নোংরা স্থানে তা কারোরই অজানা নয়। সমস্যা হচ্ছে রাতের বেলা তেলাপোকা ঘরময় ঘুরে বেড়ানোর সময় রান্নাঘরের জিনিসপত্রের উপরেও হেঁটে যায়। এতে জীবাণু রয়ে যায় জিনিসপত্রে। এবং এই রোগজীবাণু আমাদের নানা রোগে আক্রান্তের মূল কারণ। তাই এই তেলাপোকা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরী। আজকে জেনে নিন এই তেলাপোকার যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়ার খুবই সহজ উপায়।

যা যা লাগবে:
- ২০ গ্রাম বোরিক এসিড (যে কোনো ফার্মেসীতে পাওয়া যাবে)
- ১ টেবিল চামচ আটা
- পরিমাণ মতো পানি

পদ্ধতি:
- সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
- সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো। বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
- এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। এবং এই ছোট ছোট বল ঘরের কোণে এবং তেলাপোকা আসার স্থানে ছড়িয়ে দিন রাতের বেলা।
- ৩ দিন বা এক সপ্তাহ পরে পরীক্ষা করে দেখুন। দেখবেন এই খাবারটি খেয়ে তেলাপোকা মারা পড়ছে।

কার্যকারণ:
তেলাপোকা মারতে বোরিক এসিড এখানে মূল উপাদান হিসেবে কাজ করে। বোরিক এসিড হচ্ছে একটি মিনারেল এবং ক্রিস্টালিন। বোরিক এসিড পেটে গেলে তেলাপোকার দেহ ডিহাইড্রেট হতে থাকে অর্থাৎ পানিশূন্য হতে থাকে। এবং ৭২ ঘণ্টার মধ্যেই মারা যায় তেলাপোকা। দেরি না করে চেষ্টা করেই দেখুন না। খুবই সহজ উপায়ে তেলাপোকার হাত থেকে মুক্তি পাবেন।