Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

আসছে কেসিও স্মার্টওয়াচ



ডিজিটাল ঘড়ি কিংবা ক্যালকুলেটরের মত পণ্যের জন্য খ্যাতি পাওয়া কেসিও এবার স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। আগামী বছরের মার্চে বাজারে আসতে পারে প্রতিষ্ঠানটির প্রথম স্মার্টওয়াচ।

জাপানের ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেসিওর কথা নতুন করে কাউকে বলতে হবে না। ডিজিটাল ঘড়ি কিংবা ক্যালকুলেটরের জন্য বেশ খ্যাতি আছে প্রতিষ্ঠানটি। তবে এখন চলছে স্মার্টওয়াচের যুগ। যুগের সাথে তাল না মেলালে চলে? আর তাই এবার স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিল কেসিও।
আগামী বছরর মার্চে স্মার্টওয়াচটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেসিও। আর মূল্য হতে পারে ৩৫০ মার্কিন ডলারের আশেপাশে।

স্মার্টওয়াচটির ব্যাপারে কেসিওর প্রেসিডেন্ট কাজুহিরো কাশিও জানান, সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে এই স্মার্টওয়াচটি তৈরি করা হবে। এটি হবে আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী। তিনি আরও জানান, "এটি হবে এমন একটি ডিভাইস যা সহজে ভাঙ্গবে না, সহজেই পরিধান করা যাবে এবং আরামদায়ক হবে। শুধুমাত্র ব্যাটে বলে না মেলায় স্মার্টওয়াচটির একাধিক প্রোটোটাইপ তিনি বাদ দিয়েছেন বলেও জানান।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪০ বছর আগে ডিজিটাল হাতঘড়ি বাজারে আনে কেসিও।