*হেয়ার স্প্রে, আয়রন মেশিন বা বিভিন্ন রকমের হেয়ার ক্রিম ব্যবহারে চুল জট পাকিয়ে যায়। তাই তেল দিয়ে আগে জট ছাড়াতে হবে।
*তেল মাখা চুল কখনো একদিনের বেশি রাখবেন না, ভাল ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে।
*ভেজা চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
*নিয়মিত তেলের সঙ্গে মেথি, আমলকী মিশিয়ে মাথায় ম্যাসাজ করতে পারেন।
*চুলে নিয়মিত মেহেদি দেওয়া ভালো।
*চুলের গোড়ায় লেবুর রস দিয়ে ম্যাসেজ করতে পারেন। তবে বেশি সময় ধরে না করাই ভালো, খুশকি হলে বা দুই/তিন মাস পর পর করবেন।