Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

বিশ্বের ক্ষুদ্রতম ওয়ালেট ড্রোন



আসছে পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোন ‘ওয়ালেট ড্রোন’। এটি আকারে এতই ছোট যে খুব সহজে কন্ট্রোলারসহ পকেটে রাখা যাবে।

ড্রোনটির আকার ১.৫ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি। আর উচ্চতা আধা ইঞ্চি। ড্রোনটির রিমোট ও ডকিং স্টেশনের আকার ৪.২৩ ইঞ্চি বাই ৩.৩৫ ইঞ্চি বাই ১.১ ইঞ্চি। ইউএসবি কেবলের মাধ্যমে ড্রোনটি চার্জ করা যাবে। ২০ মিনিটের চার্জে পাঁচ থেকে সাত মিনিট উড়তে পারবে এটি। ডকিং স্টেশনে চারটি ‘ডাবল এ’ ব্যাটারি দিয়েও চার্জ করা যাবে এই ড্রোন। এতে কোনো ক্যামেরা সংযোজন করা হয়নি।

ইন্ডিগোগো ক্যাম্পেইনের মাধ্যমে ড্রোনটির বাণিজ্যিক উৎপাদনের জন্য তহবিল ও বিনিয়োগ সংগ্রহ করছেন ড্রোনটির নির্মাতারা। ক্যাম্পেইন থেকে ১১ হাজার ৮৯৪ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলে ২০১৫ সালের জুলাই মাস নাগাদ ওয়ালেট ড্রোন হাতে পাবেন বিনিয়োগকারীরা।