Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

৭ ন্যানোমিটার চিপ উদ্ভাবন করেছে আইবিএম



নতুন এই চিপ ভবিষ্যতের বিভিন্ন ধরণের প্রযুক্তিগত সমস্যা সমাধানে সক্ষম হবে বলে মনে করছে আইবিএম। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রেও এই চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এর পাশাপাশি বিগ ডেটা সিস্টেমেও এই চিপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছে আইবিএম।

দ্রুতগতি সম্পন্ন অত্যাধুনিক এক চিপ উদ্ভাবন করেছে আইবিএম। আইবিএম’র এই চিপটিই প্রথম ৭ মিলিমিটার চিপ। এই চিপ ব্যবহার করা যাবে স্মার্টফোন, কম্পিউটার এমনকি নভোযানেও, এমনটাই দাবি করেছে আইবিএম।

নতুন এই চিপ ভবিষ্যতের বিভিন্ন ধরণের প্রযুক্তিগত সমস্যা সমাধানে সক্ষম হবে বলে মনে করছে আইবিএম। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রেও এই চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এর পাশাপাশি বিগ ডেটা সিস্টেমেও এই চিপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছে আইবিএম।

আইবিএম’র এই চিপে ব্যবহার করা হয়েছে ২০০০ কোটি ট্রানজিস্টর যা এর কম্পিউটিংয়ের গতি আরও বৃদ্ধি করবে। অত্যাধুনিক এই চিপটি উদ্ভাবনে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি ডলার। বর্তমানে প্রচলিত চিপের তুলনায় এটি প্রায় ৫০ গুণ শক্তিশালী হবে বলেও জানিয়েছে আইবিএম।