Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

রাজিব গান্ধী খেলরত্ন পদক পেলেন সানিয়া মির্জা



রাজিব গান্ধী খেলরত্ন পদক পেয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। খেলাধুলায় ভারতের সর্বোচ্চ সম্মানজনক পদক এই রাজিব গান্ধী পদক।

শনিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সানিয়ার হাতে পদক, সনদ ও সাত লাখ রূপির চেক তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সম্মানজনক এ পদক গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন সানিয়া মির্জা। সোমবার শুরু হতে যাওয়া ইউএস ওপেনে অংশ নিতে শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়ার কথা তার।

টেনিস তারকা লিয়েন্ডার পেজের পর সানিয়া দ্বিতীয় টেনিস প্লেয়ার হিসেবে ভারতের এই সম্মান পেয়েছেন। ২৮ বছরের সানিয়া শনিবার খেলরত্ন সম্মান হাতে নিয়ে বেজায় উচ্ছ্বল ছিলেন। কিছুদিন আগে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে মিলে প্রথম ভারতীয় হিসেবে উইম্বলডনের ডাবলস জিতেন সানিয়া।

প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করা এ টেনিস তারকা এরইমধ্যে টেনিসের তিনটি মিশ্র ডাবলস জিতেছেন।