Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

রেকর্ডের মাইলস্টোন ছুঁয়ে দিচ্ছে \\\'বাহুবলী\\\'



মুক্তির আগে থেকেই বিভিন্ন রেকর্ডের অধিকারী 'বাহুবলী'। ভারতে সবচেয়ে বেশি টাকায় তৈরি ছবি, পৃথিবীর সবচেয়ে বড় পোস্টার এবং মুক্তির প্রথমদিনে সবচেয়ে বেশি আয়- এমন সব রেকর্ড গড়ে এবার সর্বোচ্চ আয়ের ছবির রেকর্ড ছুঁয়ে দিচ্ছে এ ছবিটি।

প্রথমদিন থেকেই বক্সঅফিসে চলছে 'বাহুবলী' ঝড়। ভারত ও বহির্বিশ্বের বিভিন্ন দেশে ছবির আয় ছাড়িয়ে গেছে ৪০০ কোটি ঘর, মাত্র ১৬ দিনেই ব্যবসা করেছে ৪১৬ কোটি রুপি। সর্বোচ্চ আয়ে ভারতে 'বাহুবলী'র চেয়ে এগিয়ে রয়েছে তিনটি মাত্র ছবি।

শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি আয় করেছে ৪২৩ কোটি, যা খুব কম সময়ে পার করবে দক্ষিণী ছবিটি। তার পরের বাধা ‘ধুম থ্রি’, এখন পর্যন্ত ৫৪২ কোটি ঝোলায় এ ছবির। তবে টক্কর হবে 'পিকে' ছবির সঙ্গে। কারণ ৭৪০ কোটির মাইলস্টোন সৃষ্টি করেছে আমির খানের ছবিটি। অবশ্য ক্রমবর্ধমান আয়ের গ্রাফ দেখে চলচ্চিত্র বোদ্ধারা ধারণা করছেন- রেকর্ডের মাইলস্টোন ছুঁয়ে দিতে সক্ষম 'বাহুবলী'।

সম্প্রতি ‘বাহুবলী’র প্রধান অভিনেতা প্রভাস দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, গ্রহণ করেছেন উচ্ছসিত প্রসংশা। ছবিতে অভিনয় করেছন রানা দাগ্গুবাটি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, নাসের প্রমুখ।