Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

ফারুকীর তিতা কথা



বাংলাদেশে ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ আর নেই। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মারা গেছেন। দেশ ছেড়ে দীর্ঘদিন প্রবাস যাপন করা এই নিভৃতচারী শিল্পীকে নিয়ে লিখেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আসুন এবার একটু তিতা কথা বলি।

এই বাংলা বাঘিনী সইতে পারে না । কখনো কখনো বাঘও সইতে পারে না । আমাদের মতো দেখতে কেউ যদি আমাদের চেয়ে সাইজে বড় হয়ে যায়, তখন আমরা যেনো অস্তিত্বের সংকটে পড়ে যাই। তাকে টেনে হিঁচড়ে নামানোর আগ পর্যন্ত আমি নিজের অস্তিত্ব টের পাই না । আর ঘটনা যদি হয় কোনো বাঘিনীর সংগে তাহলে তো কথাই নাই । তাকে অপদস্থ করতে করতে নর্দমায় নামানোর আগে থামাথামি নাই।

ভাস্কর নভেরা আহমেদ তেমনি এক বাঘিনী । এই অঞ্চলের ভাস্কর্য শিল্পের মাতা। কোন অভিমানে তিনি দেশ ছেড়ে বিদেশে আড়ালে রইলেন তার দালিলিক প্রমাণ আমাদের হাতে না থাকলেও আমরা বুঝতে পারি তার পেছনে আমাদের পিতামহদের কি কি পাপ আছে, কি কি ভাবে আমরা নভেরার মনে বিষ ঢুকিয়ে দিয়েছি।

এই শিল্পী সব অভিমান সাথে নিয়ে চলে গেছেন অন্য দুনিয়ায়।

উনি কখনোই উনাকে ডিফেন্ড করতে আসেন নাই, প্রচার করতে আসেন নাই। সামনে আর কখনো আসবেনও না ।
কিন্তু তবু তিনি বাংলায় আধুনিক ভাস্কর্যের মা হয়েই থাকবেন। শহীদ মিনারের সৃষ্টির পেছনে তাকে কোনো কৃতিত্ব তাকে দেয়া হউক বা না হউক।