আপনি চাইলেই পারেন আপনার ত্বকের কালচে ভাব দূর করে স্কিনে এনে দিতে উজ্জ্বল আভা। চলুন দেখে নেই ঘরোয়া পদ্ধতিতে গ্রিন ফেস মাস্ক এন্ড ফেস স্ক্রাব-
গ্রিন ফেস মাস্কঃ
১.আভাকাডো- ১ চা চামচ
২.পাকা কলা- ১ চা চামচ
৩.দুধ- ১ চা চামচ
৪.মধু- ২ চা চামচ
*সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
*প্রথমে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
*তারপর মুখ মুছে মাস্ক লাগান পুরো মুখে খুব ভালো ভাবে।
*তিরিশ মিনিট অপেক্ষা করুন। এইসময় কোনো কথা বলবেন না।
*তিরিশ মিনিট পর মুখ শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে মাস্ক তুলে ফেলুন, জোরে ঘষবেন না।
গ্রিন ফেস স্ক্রাবঃ
১.গ্রিন টি- ১ চা চামচ (টি ব্যাগ থেকে খুলে নিন)
২.গরম পানি- ২ চা চামচ
৩.চিনি- ৪/৫ চা চামচ
*গরম পানিতে গ্রিন টি ভিজিয়ে রাখুন।
*চা মশ্রিত পানি ঠান্ডা হলে এতে চিনি মিক্স করুন ভালোভাবে।
*ভেজা মুখেই স্ক্রাব লাগান।
*১২/১৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
...আপনার মুখে মাস্কটি একবারে লাগিয়ে ফেলতে হবে, কিন্তু স্ক্রাবটি চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন ২/৩ দিনের জন্য। মাসে নিয়মিত দুইবার ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল স্কিন। আর যেকোন মাস্ক বা স্ক্রাব ব্যবহারের পর মুখে আইস ঘষুন।