Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

২৯ বছরে কি পেল বাংলাদেশ ক্রিকেট?



২০১৫ সালের ৩১ মার্চ বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হল আরো একটি মাইলফলক। ৩১ মার্চেই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে পদার্পনের ২৯ বছর পূর্ণ হলো। দীর্ঘ এই ২৯টি বছরে বাংলাদেশ খেলেছে ৩০০টি ওয়ানডে ম্যাচ যেখানে জয়ের সংখ্যা ৮৮। সময়ের তুলনায় বাংলাদেশের ওয়ানডে খেলার গতিকে অনেকটা কচ্ছপ গতির বললে ভুল হবেনা কিন্তু বাংলাদেশের উন্নতির গ্রাফ অন্য যেকোন ক্রিকেট খেলুরে দেশের থেকে একটু বেশিই উন্নত।

১৯৮৬ সালের ৩১ মার্চ। এশিয়া কাপে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে পথচলা শুরু। ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মত খেলতে যেয়েই পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। জানান দেয় টাইগাররা এসেছে পরবর্তী বিশ্ব শাসন করতে।

যার ধারাবাহিকতা ২০০৩,২০০৭,২০১১ এবং সদ্য শেষ হওয়া ২০১৫ বিশ্বকাপেও অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপের মত বড় মঞ্চের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলে তাদের ৩০০তম ওয়ানডে ম্যাচ। পাওয়া না পাওয়ার হিসেব করলে হয়ত অনেক কিছুই আমরা পেয়েছি। কিন্তু এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে।