সেটিং স্প্রে:
সেটিং স্প্রে বর্তমানে পাশ্চাত্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এটা ব্যবহারের ফলে মেকআপ ফাটে না, মলিন হয় না। গলে না। মেকআপ অনেকক্ষন স্থায়ী থাকে। বেজ, লিপস্টিক, চোখের মেকআপ অনেকক্ষণ ধরে রাখার জন্য সেটিং স্প্রে ভালো ভুমিকা পালন করে।
লিপ লাইনার:
যাদের ঠোটে লিপস্টিক বেশি থাকে না, তারা লিপ লাইনার ব্যবহার করতে পারেন আশা করি ভালো উপকার পাবেন। লিপস্টিক নেয়ার আগে পুরো ঠোঠে লিপলাইনার লাগিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যে কালারের লিপস্টিক দিওবন ওসই কালারের লিপলাইনার ব্যবহার করবেন। তবে যদি ভিন্ন রঙের ইফেক্ট আপনার ঠোটে আনতে চান তাহলে তাহলে ভিন্ন কালারের লিপস্টিক ও লিপলাইনার ব্যবহার করতে পারেন।
ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা:
মেকআপ করার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন। দাম একটু বেশী হলেও ভালো প্রডাক্ট ব্যবহার করুন ত্বকটা আপনার নিজের। তাই টাকার দিকে না তাকিয়ে ভালা লুক দিতে ভালো পণ্য ব্যবহার করুন।