Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

১৫ মিনিটে ব্ল্যাকহেড দুর করুন।

১৫ মিনিটে ব্ল্যাকহেড দুর করুন।
ঠোটের নিচে, থুতনিতে এবং কপালে। জায়গাগুরোকে র্কালচে করে ফেলে। পরে এগুলো শক্ত হয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে দেয় এগুলোই ব্ল্যাকহেডস নামে পরিচিত।
ব্ল্যাক হেড দুর করার জন্য নিয়মিত ফেসিয়াল করতে হয়। কিন্তু প্রতিদিন পার্লারে গিয়ে ফেসিয়াল করা সময় ও ব্যায় সাপেক্ষ। তাই চাইলে ঘরে বসেই সমাধান করতে পারেন এই সমস্যার।

প্রথমে আপনার ত্বকের মরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধ করে দিচ্ছে সে গুলা দুর করার জন্য বাজারে পাওয়া যায় ডিপ ফেস ক্লিনার ব্যবহার করুন। এরপর গরম পানির ভাব দিয়ে ১০-১৫ মিনিট স্ট্রিম করুন। এতে ব্ল্যাকহেড নরম হয়ে যাবে। পরে ফেসওয়াস দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে নিয়মিত করলে ফল পাবেন।
তাছাড়া আপনি এক কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে মুখে লাগান। পেক টি ১০-১৫ মিনিট রাখুন পরে ভালো করে হালকা কুসুগরম পানিতে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এতও আপনি উপকার পাবেন।
দাত মাজার পেস্টের সাথে লবণ ও লেবু মিশিয়ে ব্রাশ দিয়ে ঞালকা করে ঘষলেও ব্ল্যাকহেড দুর হয়।

আশা করি এরকম ভাবেনিয়মিত পরিচর্যা করলে আপনি উপকার পাবেন।