Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গোলাম মোস্তফা

৯ বছর আগে লিখেছেন

এসো স্বপ্ন আঁকি

 
 
আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্র । ড্রইং ক্লাস এ আমাদের ড্রইং টিচার নার্গিস ম্যাডাম এসে বললেন ,
আজে তোমাদের ড্রইং পরীক্ষা সবাই বাংলাদেশ এর ছবি এঁকে নিয়ে এসো ।
আমি ভিশন বিপদে পড়ে গেলাম ।ফুল পাখি রেখে আপা কেন যে বাংলাদেশ এর ছবি আঁকতে বলল বুজতে পারছি না ।বাংলাদেশ এর ম্যাপ বা পতাকা আঁকতে বলেও হয়তো একেই ফেলতাম ।
আমার বন্ধুরা যে যার মত করে গ্রাম বাংলার নানান রকম ছবি এঁকে যাচ্ছে ।ছবি আঁকার সময় শেষ আমি কোন কিছু না এঁকে শুধু সাদা খাতায় নিজের নাম লিখে জমা দিলাম ।
আমার খাতা দেখে আপার চোখ ছানাবড়া হয়ে গেল ।বর বড় চোখ কর আমার দিকে তাকিয়ে বেঞ্চের উপর দাড়াতে বলল এর পর জিজ্ঞেস করল তুমি ছবি আকনি কেন ?
আমি একটু ভয়ে ভয়ে বললাম আমি কোনদিন বাংলাদেশ দেখিনি তাই কি ছবি আঁকবো বুজতে পারিনি ।
আপা আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে কি যেন ভাবলেন এর পর বললেন , বস
সেই পরীক্ষায় আপা আমাকে দশে দশ নাম্বার দিয়েছিলেন কিন্তু কেন তিনি আমাকে দশ নাম্বার দিয়েছিলেন সেই রহস্য আমার আজও অজানা ।আমি আজও বাংলাদেশ এর ছবি আঁকতে পারি না ।আজও আমার বাংলাদেশ দেখা হয়নি ।
কিন্তু আজ মধ্য রাতে সপ্নে দারুন একটা বাংলাদেশ এর ছবি এঁকেছিলাম ।
মুক্তি যুদ্ধ শেষ ।বঙ্গ বন্ধু শেখ মুজিব জাতির পিতার উপধিতে ভূষিত হয়ে চার নেতার কাছে দেশের ক্ষমতা ও দায়িত্ব দিয়ে টুঙ্গিপাড়ায় নিজবাড়ীতে বসে বই পড়ে অবসর জীবন যাপন করেন । মাঝে মাঝে জাতীয় কোন প্রয়োজনে ঢাকা এসে নেতা নেত্রীদের সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে চলে যান । দেশের প্রধান দুটি রাজনৈতিক দল উভয়ে মুক্তি... continue reading
Likes Comments
০ Shares

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

ইতিহাস নিয়ে মিথ্যাচার

‘রামায়ণ’ রচনা প্রসঙ্গে মহর্ষি বাল্মীকিকে নিয়ে রবীন্দ্রনাথের ‘ভাষা ও ছন্দ’ কবিতায় লিখেছিলেন, ‘সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে।’
পৌরাণিক যুগে একটি মহাকাব্য রচনার জন্য এ কথাগুলো কবির কল্পনায় হয়তো প্রাসঙ্গিক ছিল। তারেক রহমান, খালেদা জিয়াসহ বিএনপির নেতানেত্রীরা ইতিহাসের ক্ষেত্রেও রবি ঠাকুরের উক্তিকেই বিশ্বাস করে চলেছেন। তারা ভাবছেন, তারা যা বলবেন, যেভাবে বলবেন, সেটাই সত্য– যা ঘটেছে, যেভাবে ঘটেছে তা সত্য নয়! তা না হলে বেগম জিয়া ও তারেক রহমান কেন বলবেন যে, জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি!
[তারেক জিয়ার দাবির ভিডিও--
http://bangla.bdnews24.com/politics/article763095.bdnews]
মা ও ছেলে মিলে ইতিহাস নিয়ে যখন এত বড় মিথ্যাচার করছেন, তখনও বিএনপির ওয়েবসাইটে জিয়াকে দেশের ৭ম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে!
http://bangla.bdnews24.com/politics/article764188.bdnews
দুই.
তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যে মনের ভুলে বা সরল মনে জিয়া সম্পর্কে এমন কথা বলেছেন তা মনে করার কোনো কারণ নেই। বিষয়টা অবশ্যই পরিকল্পিত। বিএনপির নেতারা অনেক ভাবনাচিন্তা করেই একেকটি বিষয় আরোপ করে বসেন। আকস্মিকই একদিন যেমন আমরা জেনেছিলাম যে, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন! তার মানে আওয়ামীবিরোধীদের জন্য একটা উৎসবের উপলক্ষ তৈরি করে দেওয়া। বিভাজনের ‘বিকল্প ধারা’ সৃষ্টি।
তারেক রহমানসহ বিএনপির নেতারা ইতিহাসের ক্ষেত্রে রবি ঠাকুরের উক্তিকেই বিশ্বাস করে চলেছেন
তারেক রহমানসহ বিএনপির নেতারা ইতিহাসের ক্ষেত্রে রবি ঠাকুরের উক্তিকেই বিশ্বাস করে চলেছেন
যেভাবে একসময় সৃষ্টি করা হয়েছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। আওয়ামী লীগ সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ সংযুক্ত করেছে, কাজেই বিকল্প চাই, জুড়ে দাও বাংলাদেশি জাতীয়তাবাদ। সৃষ্টি হোক কূটতর্ক, দ্বিধা-বিভক্তি, সন্দেহ-সংশয়। এভাবে স্থির বিশ্বাস, যুক্তি ও আদর্শের জায়গাগুলো আলগা করে তুলতে হবে। সংশয়-দ্বিধা-দ্বন্দ্ব-বিভাজন সৃষ্টি করতে হবে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তবাদ, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা– সবখানে বিকল্প চাই।
মুক্তিযুদ্ধবিরোধী প্রতিক্রিয়াশীলরা তো এমনটাই চায়। তারা বাংলাদেশ মেনে নিতে পারেনি। এই... continue reading
Likes Comments
০ Shares

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

ফসলের মাঠে লাশের মিছিল (প্রতিযোগিতা)

সেদিন সবুজের কপালে লাল টিপ দিয়ে
আমার পূর্ব পুরুষেরা শত জনমের স্বপ্ন উড়ালো আকাশে।
সেদিন মেঘহীন আকাশ কেঁদেছিল
শত্রুর ঘাতক বুলেটে,
সবুজ ফসলের মাঠে লাশের মিছিলে।
রাক্ষসের নিমন্ত্রণে শকুনের আগমন,
ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডের জমাট বাঁধা রক্তে
নিষিদ্ধ রাজপথে শিয়াল কুকুরের ভোগ বিলাসী উল্লাস।
বাঙ্গালীর বুকের তাজা রক্তে ভেজা শিশিরের লাল গালিচায়
জালিম রক্ত পিপাসু পাক হায়েনার ফুলশয্যা নগ্ন নিত্য করে
রাজাকার আল বদর মীরজাফর গণহত্যার নীল নকশায়।
ভুলে যাওয়া ধুল মাখা কবিতায়,  
আমি ইতিহাসের কথা বলছি,  
আমি বিশ্ব ইতিহাসের
নির্লজ্জ বর্বরতার নজীরবিহীন
জঘন্য গনহত্যার বিভীষিকার কথা বলছি।
আমি এক নেতার এক দেশ,
বঙ্গবন্ধুর বাংলাদেশ এর কথা বলছি।
অগ্নিঝরা ৭ই মার্চের কথা বলছি,
আমি স্বজনহারা ৭১এর
ভয়াল কালো কাল বৈশাখীর কথা বলছি।
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - মাসুম বাদল

    মেজদা' এবং 'নক্ষত্র'-এর জন্যে শুভকামনা...

    • - মেজদা

      ধন্যবাদ মাসুম ভাই। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো। 

    - লুৎফুর রহমান পাশা

    মেজদা অভিনন্দন।

    • - মেজদা

      ধন্যবাদ পাশা। মোবাইল কি বন্ধ করা হইছে ? 

    • Load more relies...
    - নুসরাত জাহান আজমী

    অভিনন্দন মেজদা এবং আসসালামুওয়ালাইকুম ।
    পেরথম প্রশ্ন   ১/ কেমন আছেন?
    ২/ ব্লগিং এর শুরুটা তো জানা হল,কোন কোন ব্লগে ব্লগিং করেন?
    ৩/ আপনার লেখালেখিতে ভাবী উৎসাহ দেয়?
    ৪/ এই বার প্রথম বই বের করলেন, ছেলে মেয়ে বউ, সবার নিশ্চয়ই আলাদা অনুভূতি ছিল, একটু শেয়ার করবেন?
    ৫/ ভাবী রাগ করলে সেই রাগ কিভাবে ভাঙ্গান?
    ৬/ আপনার কাছে জীবনের সংজ্ঞা কি? জীবন মানে কি? (এই প্রশ্নটা অনেককেই করি, প্রত্যেকের আলাদা উত্তর, শুনতে ভালো লাগে, জানতেও পারি অনেককিছু)
    ৭/ যদি কখনো ভবা পাগলাকে সামনা সামনি দেখেন, তাকে কি প্রশ্ন করবেন?
    ৮/ কি খেতে পছন্দ?? 
    ৯/ সমুদ্রর বিশালতা ভাললাগে? নাকি পাহাড়ের উচ্চতা?? কোনটা কেন ভাল্লাগে? বিশ্লেষণ সহ...
    ১০/ আপনের যে বইটা বের হইসে, তা নুসরাতরে উপহার দেয়ার কথা ছিল, কবে দিবেন?? এই প্রশ্নের উত্তর বাধ্যতামূলক...

    • - লুৎফুর রহমান পাশা

      মাত্র এই্ কয়টা প্রশ্ন? তুমি এতো কিপ্টা কেরে??

    • Load more relies...
    Load more comments...

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

ভেঙ্গে দাও দানবের চার দেয়ালের বন্দী প্রাসাদ

উৎসর্গ ..................
আমার মা ও সকল নারীকে 
....................................।।
 
জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে 

ঘোমটা খোল তোমার
ভেঙ্গে দাও দানবের চার দেয়ালের বন্দী প্রাসাদ ।
জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে

কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তোল
মিছিলে স্লোগানে আগুন জ্বালাও সারা দুনিয়ায়
ভেঙ্গে দাও দানবের বিষ দাঁত ।
তোমার গর্ভে জন্ম নেওয়া
পাপিষ্ঠ ভন্ড ক্ষমতা লোভী দানবেরা
গভীর রাত্রে ষড়যন্ত্রে মগ্ন
ধর্মের নামে মিথ্যাচার
ধর্মকে করে ক্ষমতায় যাওয়ার ঢাল
করে ধর্মের অপব্যবহার।
জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
আকাশে বাতাসে আওয়াজ তোল
জানিয়ে দাও সারা বিশ্বকে
পুরুষের মত তোমারও আছে
পবিত্র আল কোরআনে
গণতন্ত্র সংবিধানে লেখা না
নারী ও পুরুষ সমান অধিকার ।

জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার ।
বুঝিয়ে দাও সারা বিশ্বকে
নারী নয় কো কোন ভোগের সামগ্রী
নারী নয় গৃহের বন্দী দাস
নারী নয় ড্রয়িং রুমের ফুলদানী
নারী নয় কোন গৃহের প্রসাধণী ।
কোন মন্ত্রে কিংবা কোন তন্ত্রে
নারীকে ভাবা যাবেনা
যৌবনের ক্ষুধা মিটানোর কোন যন্ত্র
বশীভুত হয়োনা তুমি পাপিষ্ঠ কোন সূত্রে।
জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
ওরা, তোমার ইচ্ছার পালক ভাঙ্গে
দাসত্বের শেকল বাঁধতে চায় তোমার স্বাধীনতায়
ওরা তোমাকে নিষিদ্ধ করতে চায়
মুক্ত খোলা আকাশে বাতাসে
ওরা তোমাকে বন্দী করতে চায় শোকের কাল কাফনে
জেগে ওঠ নারী জেগে ওঠ বজ্র কন্ঠে।।
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - মাসুম বাদল

    চমৎকার...

     

     

    (ফরম্যাট-টা ঠিক করে দেবেন, দাদা!!!)

    • - বাসুদেব খাস্তগীর

      বলুন দেখি অমত কার ?

    - আলমগীর সরকার লিটন

    কষ্ট করে পড়েছি

    ভাল লেগেছে--------

    • - বাসুদেব খাস্তগীর

      ধন্যবাদ ।

    - সুলতানা সাদিয়া

    ছন্দময়!

    • - বাসুদেব খাস্তগীর

      মন্তব্যও মন্দনয়।

    Load more comments...

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

এক তারার বাউলের দেশে মেীলবাদিরা জেগে ওঠে হায়েনার বেশে

হাজারও শোকের মুর্ছনায়
জল শূন্য আমার মায়ের দুচোখ
সুপ্ত অগ্নিগিরির মত
বুকের মাঝে দ্রোহের আগুন
জলন্ত লাভার মত দুচোখ বেয়ে ঝরে ।
জল পিপাসায় মরুভুমি
পদ্মা মেঘনা যমুনা
মাঝির মনে বুক ফাটা আর্তনাদ
কোথাও একফোটা জল নেই
একাকী নিভৃতে দুচোখের জ্বলে
দুঃখ নদীতে পাল তুলে ভেসে যাবার ।।
পল্লী কবি জসিমুদ্দিনের নকসী কাথার মাঠে
সারি সারি ইটের ভাটায়
আমার শৈশবের সভ্যতার
শুভ্র স্বপ্নগুলো পুড়িয়ে পুড়িয়ে
লাল পাথরের কষ্ট বানানো হয় ।
মাইকেল মধুসূধন দত্তের
কুমারী কপোতাক্ষ নদের বক্ষে
জেগে ওঠা ধুধু বালুচরে
বেয়ারিশ মানবতার ছিন্ন ভিন্ন মাংস পিন্ড
হিংস্র জানোয়ারের মত চিবিয়ে চিবিয়ে খায়
ভুমি দস্যু দখলদার শিয়াল কুকুরের পাল ।
জীবনান্দের বনলতা সেনের
সিথির সিদুঁর মুছে গেছে
মধ্যে রাতে ধর্মের বিদ্বেষে ।
কবি নজরুলের স্বপ্নের পাখিরা
নিরুদ্দেশ চলে গেছে দুঃস্বপ্নের রাতে ।
কোকিলের গান বিপন্ন
জ্বালাও পোড়াও বোমাবাজির
শব্দ দুষনের দেশে ।
ধর্ম নিরেপেক্ষ লালনের
এক তারার বাউলের দেশে
মেীলবাদিরা জেগে ওঠে হায়েনার বেশে ।
জন্ম ভুমির পবিএ মাটিতে
অতি যতনে বেড়ে ওঠা উইপোকা
সংবিধানের নকসা বদলাতে
গভীর রাতে ষড়যন্ত্রে মগ্ন হয় ।
আমার ধর্মীয় বিশ্বাসের সাথে
অবিশ্বাসের নোংরা রাজনীতির জুয়া খেলে
ক্ষমতা লোভী অপশক্তি হায়েনার পাল ।
তবুও আমার বুকের চিত্রে ধারন করি
কবি গুরুর রবীন্দ্রনাথের অমর বানী
মা তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জ্বলে ভাসি ।।
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - মোঃসরোয়ার জাহান

    বেশ ভালো লাগলো

    - ঘাস ফুল

    দুই এক চার  তিনে

    কেটে যায় সারাদিন।

    এই ওপরের দুই লাইনে অন্তমিল হয় নাই। মিলিয়ে নিবেন প্লীজ। 

    তাছাড়া ছড়াতে মাত্রা বিভ্রাট আছে। সেগুলো ঠিক করে নিলে ভালো হবে। ধন্যবাদ আবরার। 

    - ফেরদৌসা রুহি

    আমি অংকে ভাল ছিলাম। তাই কাটাকাটি করতে হত না

    Load more comments...
Load more writings...