Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

ফসলের মাঠে লাশের মিছিল (প্রতিযোগিতা)

সেদিন সবুজের কপালে লাল টিপ দিয়ে
আমার পূর্ব পুরুষেরা শত জনমের স্বপ্ন উড়ালো আকাশে।
সেদিন মেঘহীন আকাশ কেঁদেছিল
শত্রুর ঘাতক বুলেটে,
সবুজ ফসলের মাঠে লাশের মিছিলে।

রাক্ষসের নিমন্ত্রণে শকুনের আগমন,
ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডের জমাট বাঁধা রক্তে
নিষিদ্ধ রাজপথে শিয়াল কুকুরের ভোগ বিলাসী উল্লাস।
বাঙ্গালীর বুকের তাজা রক্তে ভেজা শিশিরের লাল গালিচায়
জালিম রক্ত পিপাসু পাক হায়েনার ফুলশয্যা নগ্ন নিত্য করে
রাজাকার আল বদর মীরজাফর গণহত্যার নীল নকশায়।

ভুলে যাওয়া ধুল মাখা কবিতায়,  
আমি ইতিহাসের কথা বলছি,  
আমি বিশ্ব ইতিহাসের
নির্লজ্জ বর্বরতার নজীরবিহীন
জঘন্য গনহত্যার বিভীষিকার কথা বলছি।
আমি এক নেতার এক দেশ,
বঙ্গবন্ধুর বাংলাদেশ এর কথা বলছি।
অগ্নিঝরা ৭ই মার্চের কথা বলছি,
আমি স্বজনহারা ৭১এর
ভয়াল কালো কাল বৈশাখীর কথা বলছি।

Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - মাসুম বাদল

    মেজদা' এবং 'নক্ষত্র'-এর জন্যে শুভকামনা...

    • - মেজদা

      ধন্যবাদ মাসুম ভাই। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো। 

    - লুৎফুর রহমান পাশা

    মেজদা অভিনন্দন।

    • - মেজদা

      ধন্যবাদ পাশা। মোবাইল কি বন্ধ করা হইছে ? 

    • Load more relies...
    - নুসরাত জাহান আজমী

    অভিনন্দন মেজদা এবং আসসালামুওয়ালাইকুম ।
    পেরথম প্রশ্ন   ১/ কেমন আছেন?
    ২/ ব্লগিং এর শুরুটা তো জানা হল,কোন কোন ব্লগে ব্লগিং করেন?
    ৩/ আপনার লেখালেখিতে ভাবী উৎসাহ দেয়?
    ৪/ এই বার প্রথম বই বের করলেন, ছেলে মেয়ে বউ, সবার নিশ্চয়ই আলাদা অনুভূতি ছিল, একটু শেয়ার করবেন?
    ৫/ ভাবী রাগ করলে সেই রাগ কিভাবে ভাঙ্গান?
    ৬/ আপনার কাছে জীবনের সংজ্ঞা কি? জীবন মানে কি? (এই প্রশ্নটা অনেককেই করি, প্রত্যেকের আলাদা উত্তর, শুনতে ভালো লাগে, জানতেও পারি অনেককিছু)
    ৭/ যদি কখনো ভবা পাগলাকে সামনা সামনি দেখেন, তাকে কি প্রশ্ন করবেন?
    ৮/ কি খেতে পছন্দ?? 
    ৯/ সমুদ্রর বিশালতা ভাললাগে? নাকি পাহাড়ের উচ্চতা?? কোনটা কেন ভাল্লাগে? বিশ্লেষণ সহ...
    ১০/ আপনের যে বইটা বের হইসে, তা নুসরাতরে উপহার দেয়ার কথা ছিল, কবে দিবেন?? এই প্রশ্নের উত্তর বাধ্যতামূলক...

    • - লুৎফুর রহমান পাশা

      মাত্র এই্ কয়টা প্রশ্ন? তুমি এতো কিপ্টা কেরে??

    • Load more relies...
    Load more comments...