Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

স্বদেশের রাজনীতিতে নিষিদ্ধ হোক হরতাল

স্বদেশের রাজনীতিতে নিষিদ্ধ হোক হরতাল স্বদেশের রাজনীতিতে নিষিদ্ধ হোক হরতাল 
নিবাচনী ইশতেহারে নিষিদ্ধ হোক হরতাল ।
নতুবা হরতাল স্বীকৃতি দাও 
তোমাদের কথিত রাজনীতিন মূল নীতিতে 
স্বদেশের সংবিধানের পাতায় পাতায় 
সার্বজনীন স্বীকৃতি দাও 
হরতাল মানে গনতন্ত্রের মূলমন্ত্র ।। 

আর কত মানুষ পুড়াবে ?
জ্বালাবে আর কত আগুন ?
বোমা মেরে আর কত মানুষ 
পুড়িয়ে কাঠের কয়লা বানাবে ?
ক্ষুধার্ত দীন মজুরের পেটে 
আর কত লাথি মেরে 
নিষিদ্ধ রাজপথে লাশের মিছিলে 
শহীদ মিনারের সংখ্যা বাড়াবে ?

আর কত জ্বালাবে বাড়ী গাড়ী 
অফিস আদালত কল খারখানা 
আর কত চোখের জ্বলে ভাসাবে 
সন্তান হারা মাকে ?

বন্ধ কর 
বন্ধ কর এই প্রহসন ।
রাজনৈতিক প্রতিবাদের নামে 
হরতালের গনতান্ত্রিক চর্চা । 

সভ্য স্বাধীন দেশে অসভ্য হরতাল 
হতে পারে না কোন গনতন্ত্রের ভাষা । 
বাকা পথে ক্ষমতায় যাওয়ার প্রলোভনে 
নিবিচারে জনমানুষের দুর্রভোগে চাপিয়ে দেওয়া 
এই হরতালের প্রহসন বন্ধ কর । 

নতুবা একদিন আমরা জেগে উঠবো 
বিপ্লবী বাঙ্গালীর রক্তের শিরায় শিরায় ।
জেগে উঠবো নিষিদ্ধ রাজপথে 
জেগে উঠবো ক্ষুদিরামের আর্দশে 
বুকে বোমা বেধে নিষিদ্ধ করবো তোমাদের 
যেমনটি একদিন জেগেছিলাম আমরা ১৯৪৭ এ
ইংরেজ বনিক শাষকগোষ্টির বিরুদ্ধে 
যেমনটি একদিন জেগেছিলাম আমরা 
পাক হায়েনা জালিমদের বিরুদ্ধে ।
Likes ১৮ Comments
০ Share

Comments (18)

  • - নীল সাধু

    হরতাল আমাদের কাম্য নয়। আমরা চাই সুন্দর স্বদেশ। হানাহানি মুক্ত। সমৃদ্ধ বাংলাদেশ। 

     

    ধন্যবাদ আপনাকে।

     

    • - মনির হোসেন মমি(মা মাটি দেশ)

      ধন্যবাদ।

    - লুব্ধক রয়

     

    valo legeche post