Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গোলাম মোস্তফা

১০ বছর আগে লিখেছেন

ভেঙ্গে দাও দানবের চার দেয়ালের বন্দী প্রাসাদ

উৎসর্গ ..................

আমার মা ও সকল নারীকে 

....................................।।

 

জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে 


ঘোমটা খোল তোমার
ভেঙ্গে দাও দানবের চার দেয়ালের বন্দী প্রাসাদ ।

জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে


কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তোল
মিছিলে স্লোগানে আগুন জ্বালাও সারা দুনিয়ায়
ভেঙ্গে দাও দানবের বিষ দাঁত ।

তোমার গর্ভে জন্ম নেওয়া
পাপিষ্ঠ ভন্ড ক্ষমতা লোভী দানবেরা
গভীর রাত্রে ষড়যন্ত্রে মগ্ন
ধর্মের নামে মিথ্যাচার
ধর্মকে করে ক্ষমতায় যাওয়ার ঢাল
করে ধর্মের অপব্যবহার।

জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
আকাশে বাতাসে আওয়াজ তোল
জানিয়ে দাও সারা বিশ্বকে
পুরুষের মত তোমারও আছে
পবিত্র আল কোরআনে
গণতন্ত্র সংবিধানে লেখা না
নারী ও পুরুষ সমান অধিকার ।


জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার ।

বুঝিয়ে দাও সারা বিশ্বকে
নারী নয় কো কোন ভোগের সামগ্রী
নারী নয় গৃহের বন্দী দাস
নারী নয় ড্রয়িং রুমের ফুলদানী
নারী নয় কোন গৃহের প্রসাধণী ।
কোন মন্ত্রে কিংবা কোন তন্ত্রে
নারীকে ভাবা যাবেনা
যৌবনের ক্ষুধা মিটানোর কোন যন্ত্র
বশীভুত হয়োনা তুমি পাপিষ্ঠ কোন সূত্রে।

জেগে ওঠো নারী
জেগে ওঠো বজ্র কন্ঠে
ওরা, তোমার ইচ্ছার পালক ভাঙ্গে
দাসত্বের শেকল বাঁধতে চায় তোমার স্বাধীনতায়
ওরা তোমাকে নিষিদ্ধ করতে চায়
মুক্ত খোলা আকাশে বাতাসে
ওরা তোমাকে বন্দী করতে চায় শোকের কাল কাফনে

জেগে ওঠ নারী জেগে ওঠ বজ্র কন্ঠে।।

 

 

Likes Comments
০ Share

Comments (8)

  • - মাসুম বাদল

    চমৎকার...

     

     

    (ফরম্যাট-টা ঠিক করে দেবেন, দাদা!!!)

    • - বাসুদেব খাস্তগীর

      বলুন দেখি অমত কার ?

    - আলমগীর সরকার লিটন

    কষ্ট করে পড়েছি

    ভাল লেগেছে--------

    • - বাসুদেব খাস্তগীর

      ধন্যবাদ ।

    - সুলতানা সাদিয়া

    ছন্দময়!

    • - বাসুদেব খাস্তগীর

      মন্তব্যও মন্দনয়।

    Load more comments...