Technology Image

নিজের সব সম্পদ দাতব্য কাজে ব্যয় করবেন টিম কুকঅ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, নিজের যা সম্পদ আছে, তার পুরোটাই দাতব্য কাজে ব্যয় করবেন তিনি। তার ১০ বছর বয়সী ভাতিজার কলেজে পড়ালেখার খরচ বাদ দেওয়ার পর ৭৮.৫ কোটি ডলারের যা থাকবে, তার পুরোটাই চলে যাবে দাতব্য তহবিলে। খবর ফরচুন ম্যাগাজিনের।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে কুক বলেন, "আপনি জলাশয়ের সে নুড়ি পাথর হতে চাইবেন যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।"

ফরচুনের হিসেব অনুযায়ী, টিম কুকের হাতে আছে অ্যাপলের ১২ কোটি ডলারের স্টক। এছাড়া তার হাতে আরও আছে ৬৬.৫ কোটি ডলারের স্টক যা এখনও বিক্রির উপযোগী হয়নি।

কিছুদিন আগে ধনকুবের ওয়ারেন বাফেট বিত্তশালীদের সম্পদের অন্তত অর্ধেক তাদের জীবদ্দশায় দাতব্য কাজে ব্যয় করার আহ্বান জানিয়েছিলেন। আর এই তালিকায় ইতোমধ্যেই যুক্ত হয়েছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, ল্যারি এলিসন প্রমুখ ব্যক্তিত্ব।