Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

বৃহস্পতি উপগ্রহতে প্রাণ




বছরের পর বছর ধরে মহাকাশে বিভিন্ন গ্রহ নিয়ে অক্লান্ত গবেষণা আর একের পর এক অভিযান পরিচালনা করে আসছেন বিজ্ঞানীরা। উদ্দেশ্য একটাই, প্রাণের সন্ধান করা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতির উপগ্রহ ইউরোপা-তে প্রাণের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা আদৌ সত্যি কিনা, তা যাচাই করতে এবার নাসার অভিযানের গন্তব্য হচ্ছে ইউরোপা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের দাবী, ইউরোপা-র দক্ষিণ মেরুতে মাঝে মাঝেই পানির বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। ২০১২ সালে নাসার স্পেস টেলিস্কোপের কয়েকটি ছবিতে দেখা গেছে, ইউরোপা-য় তরল পানি থাকার সম্ভাবনা প্রবল। আর পানি থাকলে প্রাণীও থাকবে।

নাসা ইউরোপা মিশন হাতে নিয়েছে পুরো বিষয়টি খোলাসা করতে । মিশনটির নাম দেয়া হয়েছে ‘ইউরোপা ক্লিপার’।ক্লিপার নামে একটি স্যাটেলাইট ইউরোপা-কে প্রদক্ষিণ করে ছবি তুলে পৃথিবীতে পাঠাবে এই মিশনের আওতায়।