Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

নারাইন প্রসঙ্গে যা বললেন সাকিব



বোলিং করার জন্য ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের ছাড়পত্র পেয়ে গেছেন সুনিল নারাইন। এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতার হয়ে বল করতে তার আর কোনোই বাঁধা নেই। এই খবরটা পুরনো।

নতুন খবর হল, নারাইন ছাড়পত্র পাওয়ার সন্তোষ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য বড় একটা সুসংবাদ। সব সময়ই দলের হয়ে ও বড় একটা ভূমিকা পালন করে। আমাদের পরিকল্পনাতেও ও অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ।’

মাঠে লড়াইটা যেমন প্রতিপক্ষের সাথে হয়, তেমনি হয় দলের খেলোয়াড়দের মধ্যেও। আর একই দলের বিশ্বমানের দুই স্পিনার থাকলে লড়াইটা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে, সাকিব এই লড়াইকে ইতিবাচক চোখেই দেখছেন। বললেন, ‘এটা খুব হেলদি একটা প্রতিযোগীতা। এটা গোটা দলের জন্যই ইতিবাচক। এর ফলে মাঠে সবাই নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করে।’

আইপিএলের সর্বশেষ আসরে কলকাতার হয়ে ১৩টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে ৩২.৪২ গড়ে করেছেন ২২৭ রান, বল হাতে ৩০.৩৬ গড়ে ১১ উইকেট। সুনীল নারাইনের পর দলের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং পরিসংখ্যানও ছিল সাকিবের। ওভারপ্রতি ৬.৩৫ রান দিয়েছেন নারাইন, সাকিব দিয়েছেন ৬.৬৮।