Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

রেকর্ডের পাতায় মুস্তাফিজ



অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় বাংলাদেশের নতুন পেসার মুস্তাফিজুর রহমান। তার আগে বাংলাদেশের বিপক্ষে এই কৃতিত্ব করেছিল জিম্বাবুয়ের ব্রায়ান ভেট্টরি। তিনি অভিষেকের পর দুই ম্যাচে টানা ৫ উইকেট পেয়েছিল। তবে তার দিকে দিয়ে এগিয়ে আছে বাংলাদেশের মুস্তাফিজ। সে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ টি এবং দ্বিতীয় ম্যাচে নিয়েছে ৬ উইকেট। তাই দুই ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে সবার উপরে আছে মুস্তাফিজুর।



আজকে ম্যাচে মুস্তাফিজুর ভারতকে প্রথমেই ধাক্কা দেয় রোহিত শর্মাকে শুন্য রানে ফিরিয়ে। তারপর শুরুতে সাফল্য পাওয়া মুস্তাফিজ দ্বিতীয়বারের মতো আক্রমণে এসেই ফিরিয়ে দেন রায়নাকে। ৩৪ রান করে উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। রায়নাকে আউট করার পর টানা দুই বলে ধোনী ও প্যাটেল আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা হয় মুস্তাফিজের। তবে হ্যাট্রিক না হলেও আশ্বিনকে আউট করে নিজের দ্বিতীয় ৫ উইকেট শিকার করে মুস্তাফিজ এবং আনন্দে ভাসে পুরো ১৬ কোটি বাঙ্গালি। মাঝখানে বৃষ্টির বাধা আসলেও ফিরে এসেই জাদেজার উইকেটের মাধ্যমে বিশ্ব রেকর্ড করে মুস্তাফিজ। তার আগে কোন খেলোয়াড়ই অভিষেকের পর টানা দুই ম্যাচে ১১ উইকেট পায়নি।