কান
কানে কিছু ঢোকা
বাহ্যিক যে কোনো পদার্থ কানের ভেতরে ঢুকে কানের সমস্যার সৃষ্টি করতে পারে।
উপসর্গ
• আক্রান্ত কানে কম শোনা
• কান ব্যথা
• কানে স্তব্ধতা অনুভূতি
চিকিৎসা
কানে পোকামাকড় ঢুকলে বা কোনো রাসায়নিক পদার্থ গেলে জরুরী ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
কানে খৈল জমা
কানে বিভিন্ন প্রকার ময়লা থেকে খৈলের জন্ম হয়। বিভিন্ন সময়ে এই খৈল জন্মে কানের সমস্যা সৃষ্টি করতে পারে।
উপসর্গ
• কানে ব্যথা
• কান থেকে ময়লা বের হওয়া।
চিকিৎসা
ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কানের রোগ
কানের একটি রোগ হলো মেনিয়ার’স রোগ। এই রোগের ফলে ভেতরের কানে তরলের প্রবাহ কমে যায় এবং রক্ত সংবহনে সমস্যার সৃষ্টি হয়।
উপসর্গ
• মাথা ঘোরা
• বমি বমি ভাব
• কানে স্তব্ধতা অনুভূতি
• কানে কম শোনা।
চিকিৎসা
এন্টিভার্ট কোম্পাজিন প্রভৃতি ওষুধ এ রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
কানের ইনফেকশন
কানের মধ্যে ঝিল্লিতে প্রদাহজনিত কারণে কানের ইনফেকশন হতে পারে।
উপসর্গ
• কানে ব্যথা
• ডায়রিয়া
• বমি
• জ্বর ইত্যাদি।
চিকিৎসা
এন্টিবায়োটিকের দ্বারা অধিকাংশ ক্ষেত্রে এ জাতীয় ইনফেকশনের চিকিৎসা করা হয়।
কানের টিনিটাস
টিনিটাস হলো কানের এক প্রকার রোগ, যাতে করে কানে অস্বাভাবিক শব্দ শোনা যায়। প্রায় ৩৬ মিলিয়ন আমেরিকান প্রতি বছর এই রোগে ভোগে।
উপসর্গ
• অনিদ্রা
• মনোসংযোগের সমস্যা
• ডিপ্রেশন
• হতাশা ইত্যাদি।
চিকিৎসা
এন্টিডিপ্রেসেন্টস জাতীয় ওষুধ এবং এন্টিবায়োটিকের দ্বারা এর চিকিৎসা করা হয়।
কানে ব্যথা
কানের এস্টাজিন টিউবে ব্যথার সৃষ্টি হলে কানে ব্যথা সমস্যা হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে এই জাতীয় সমস্যা হয়ে থাকে।
উপসর্গ
• কানে চাপ অনুভূতি
• কানে ব্যথা
• জ্বর ইত্যাদি।
চিকিৎসা
ডাক্তাররা ব্যাকটেরিয়ার মোকাবেলায় এন্টিবায়োটিক ওষুধ দ্বারা এর চিকিৎসা করে থাকেন।