Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

কোল্ড কফি রেসিপি




উপকরণঃ
• ঠাণ্ডা দুধ- ২ কাপ,
• পানি- ১/২ কাপ,
• কফি পাওডার- ৩ চা চামচ,
• ফ্রেশ ক্রিম - ২ টেবিল চামচ,
• কনডেন্সমিল্ক পরিমান মত,
• চিনি- ১ টেবিল চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী,
• বরফ টুকরো বা বরফ কুচি পরিমাণ মত,
• স্বাদ অনুযায়ী পরিমান বাড়ানো কমানো যাবে।

প্রণালিঃ
*কফি পাওডার এবং চিনি ফুটন্ত পানিতে দিন।
*চিনি গলে যাওয়ার পরে চুলা নিভিয়ে ঠাণ্ডা হতে দিন।
*ঠাণ্ডা হলে তাতে একে একে দুধ, ক্রিম ও কনডেন্সমিল্ক দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সব শেষে বরফ দিয়ে আর একবার ব্লেন্ড করে নিতে হবে।
*ফেনা উঠলে উপরে ক্রিম ও চকলেট বা শুকনো কফি ছড়িয়ে দিয়ে এই গরমে পরিবেশন করুন মজাদার কোল্ড কফি।