Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

নয়া দক্ষিণী ঝড় \'রুদ্রামাদেবী\'



'বাহুবলী'র রেকর্ড গড়ার ঝড় চলছেই। সাফল্যের দিক থেকেও বক্স অফিসে তাণ্ডব চালচ্ছে দক্ষিণী এই ছবি। এরইমধ্যে বিশ্বকে চমকে দিতে আসছে 'রুদ্রমাদেবী'।

‘বাহুবলী’র পর ঝড় তুলতে চলেছে কাকাতিয়া সাম্রাজ্যের রানি রুদ্রামাদেবীকে নিয়ে তৈরি ছবি। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে এই ত্রিমাত্রিক ছবি। ছবিটি পরিচালনা করেছেন তেলুগু সিনেমার জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক গুণশেখরন।
রুদ্রামাদেবীর ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শেট্টি। এছাড়াও ছবিতে থাকছেন রানা দাগ্গুবতী, আল্লু অর্জুন, প্রকাশ রাজ প্রমুখ। রুদ্রমাদেবীর চরিত্রে আগে ভাবা হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নয়নতারাকে। তবে ‘অরুন্ধতী’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জোরে শেষ পর্যন্ত চরিত্রে রূপদান করেন অনুষ্কা।

ছবিতে গোনা গান্না রেড্ডির রোলে অভিনয় করছেন আল্লু অর্জুন। ৬০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে এ ছবি। গুণশেখরন নিজে স্ক্রিপ্ট লিখেছেন। স্কুলে পড়ার সময়ই রুদ্রমাদেবীর কাহিনি পড়ে বিমোহিত ছিলেন বলে জানান গুণশেখরন।