Sports Image

বাংলাদেশ সফরে যারা হতে পারেন ভারতের কোচকে হতে যাচ্ছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ? কার অধীনে আগামী সাত জুন বাংলাদেশে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আসছে ভারত? - এটা এখন কোটি টাকার প্রশ্ন। প্রথমে কানাঘুষা ছিল, দেশি কোচের দিকেই হাত বাড়াচ্ছে ভারত।

তবে, দিন যত এগোচ্ছে, তত বাড়ছে বিদেশী কোচের সম্ভাবনা। আর ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের নজর পড়েছে জাস্টিন ল্যাঙ্গার ও অ্যান্ডি ফ্লাওয়ারের দিকে। আর ডানকান ফ্লেচারের উত্তরসূরী হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন ল্যাঙ্গার।

অনেকটা হঠাৎ করেই দৌড়ে নাম ভেসে উঠল অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারের৷‌ সূত্রের খবর, বোর্ডের একাংশ কোচ হিসাবে চাইছেন অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনারকে৷‌ এই মুহূর্তে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্বে ল্যাঙ্গার৷‌ এর আগে কাজ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবেও৷‌

৪৪ বছর বয়সী ল্যাঙ্গার ১০৫ টেস্টে ৭৬৯৬ রান করেছেন; এর মধ্যে আছে ২৩ টি হাফ সেঞ্চুরি। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, ‘ল্যাঙ্গারের নাম ঘুরে ফিরেই আসছে। তবে, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক কোন প্রস্তাবও এখন অবধি বিসিসিআইয়ের পক্ষ থেকে করা হয়নি। এখনও আলোচনা চলছে, জাস্টিন ল্যাঙ্গার না অ্যান্ডি ফ্লাওয়ার - কাকে প্রস্তাব দেয়া হবে সেই প্রসঙ্গে।’