Entertainment Image

পাহাড়ে চলচ্চিত্রের উৎসবরাঙ্গামাটিতে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী পার্বত্য চলচ্চিত্র উৎসব। পার্বত্য জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে চলবে এ আয়োজন। পাশাপাশি থাকছে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

আজ থেকে শুরু হয়ে এ উৎসব শেষ হবে পরদিন ৩ এপ্রিল।

উৎসবের উদ্বোধনী দিনে বিকাল ৪টায় রয়েছে ‘দেবঙসী আহধর কালা ছাবা’। এটি পরিচালনা করেছেন তরুণ চাকমা মনিবো। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থাকছে বাংলাদেশে চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র অং রাখাইনের ‘মর থেংগারি’, মনোজ বাহাদুর পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠী’ও ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

সমাপনী দিনের প্রদর্শনী শুরু হবে একই সময়ে। বিকেল ৪টা থেকে দেখানো হবে অং রাখাইন পরিচালিত ‘মর থেংগারি’, জিকি চাকমা ও সলিত চাকমা পরিচালিত ‘রনজিত দেওয়ান : অ্যা লিভিং লিজেন্ড অব চাকমা মিউজিক’। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থাকছে ইত্তুকগুলো চাকমা পরিচালিত ‘খুমী আই অমনাই রিটা’, তরুণ চাকমা মনিবোর ‘দুলু হুমোরী’ এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

পুরো আয়োজনের সঞ্চালনা করবেন পরিচালক অং রাখাইন।