Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

ব্রণ ঢাকতে করুন সহজ মেক-আপ





মেক-আপ শুরুর আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।তারপর মুখে জেল বা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিন।এবার হাতের আঙ্গুল দিয়ে প্রাইমার নিয়ে সারা মুখে ভাল করে মাখিয়ে দিন। যাতে মেক-আপ ঠিকমতো বসে বা স্মুথ ইফেক্ট পাওয়া যায়।এবার মুখের দাগ ব্রণ ঢাকার জন্য কনসিলার লাগান।এবার ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। হাত দিয়ে কখনও কনসিলার ঘষবেন না।কনসিলার দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে সারা মুখে চেপে নিন। এতে করে বাড়তি মেক-আপ শুষে নিবে।সবসময় ট্রাই করবেন মেক-আপ যাতে ন্যাচারাল হয়। এবার লিকুইড ফাউন্ডেশন স্ট্রিপলিং ব্রাশ দিয়ে মুখে লাগিয়ে নিন।মনে রাখবে ব্রাশের স্ট্রোক একদিকে টানবেন।উল্টা-পাল্টা স্ট্রোক টানবেন না এতে করে আগের লাগানো কনসিলার উটে আসতে পারে। স্ট্রোক টেনে কিছুক্ষণ অপেক্ষা করুন। যাতে করে মেক-আপ সিক্রনে বসে যায় এবং ভালভাবে মিশে যায়। এবার কমপ্যাক্ট বা ট্রান্সলুসেন্ট পাউডার সারা মুখে লাগান। মেকআপ অনেকক্ষণ ভাল রাখার জন্য ফিনিসিং স্প্রে করুন।দেখবেন আপনার মুখের দাগ ব্রণ কিছুই দেখা যাচ্ছে না। মেক-আপ টিপস তো পেয়ে গেলেন এবার পছন্দসই ড্রেসের সংঙ্গে মানান সই লাইনার আই শ্যাডো ব্যবহার করে চোখকে সাজিয়ে নিন। তারপর ঠোটে লিপস্টিক লাগিয়ে ঠোটকে আকর্ষণীয় করে নিন। চাইলে ট্রান্সপারেন্ট মাসকারা ব্যবহার করতে পারেন।