Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

শীতকালে খেজুর রস

শীতকালে খেজুর রস



কোথায় পাবেন- পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে যেটা আমাদের সবার কাছে ৩০০ ফিট নামে পরিচিত। সেই ৩০০ ফিট এর বালুব্রীজ পার হয়ে হাতের বামে পূর্বাচল আবাসন প্রকল্পের একটু ভিতরে এগিয়ে গিয়ে কাউকে জিগেস করলেই পেয়ে যাবেন খেজুররস। অথবা কাউকে না পেলে ওখানে বাসা পাবেন সেই বাসার লোকজনকে বললে উনারাই এনে দিবে নতুবা কোথায় পাবেন বলে দিবে।

কিভাবে যাবেন- প্রথমে আপনাকে ঢাকার কুড়িল বিশ্বরোড আসতে হবে। রেললাইন ক্রস করে ব্যাটারিচালিত অটো অথবা প্রাইভেট কার শেয়ারবেসিস ভাড়ায় উঠে চালককে বলবেন বালুব্রীজের পরে নামাতে। নেমে আপনি হেটেই খেজুররস এর উৎসের কাছে যেতে পারবেন। ফেরার সময় একই ভাবে অটো কিংবা কারে আসতে পারবেন। ভাড়া ৬০৳ অানুমানিক। আর খেজুররস এর দাম গ্লাস প্রতি ২০/২৫৳ ও এক ঠিলা ৫০০৳ নিবে। একটা কথা মনে রাখবেন টাটকা রস পান করতে চাইলে ভোরে যেতে হবে।
অলসতা না করে শীতের ভোরকে উপভোগ করুন আর খেজুররস পান করুন এখনি সময়।
শুভ হোক আপনার ভ্রমণ