বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে সবচেয়ে পুরনো ও কার্যকরী পদ্ধতি হচ্ছে ছাতা। কিন্তু এই ছাতা ব্যবহারেও কম ঝঞ্জাট পোহাতে হয় না। ছাতা খোলা এবং বন্ধের সময় প্রায়ই বেশ ঝামেলার সম্মুখীন হতে হয়। ছাতায় থাকা বৃষ্টির পানিও অনেক সময় ভিজিয়ে ফেলে ঘর।
আর এইসব ঝঞ্ছাট থেকে মুক্তি দিতে নতুন একধরনের ছাতা তৈরি করলেন সাইপ্রাসে জন্ম নেয়া এক প্রকৌশলী। জেনান নামের ঐ প্রকৌশলী নতুন প্রযুক্তির এই ছাতাটির নাম দিয়েছেন কাজব্রেলা (KAZbrella)। বৃষ্টির জন্য পুরোনো ছাতায় যেসকল ভোগান্তি পোহাতে হতো এই কাজব্রেলা তার সব সমস্যার সমাধান করতে সক্ষম বলে বিশ্বাস করেন জেনান। অভিনব এ ছাতাটি উল্টো করে বন্ধ করা যায়। সুতরাং ছাতাটি খোলা বা বন্ধ করতে হলে আগের মত আর গাড়ি থেকে নামতে হবে না। এছাড়া উল্টো করে বন্ধ করার সুযোগ থাকায় পানিও জমে থাকে ছাতার ভেতরেই। আর তাই কোথাও গেলে ভেজা ছাতার জন্য বিড়ম্বনা পোহাতে হয় না।