আবারও নিজেদের জাত চেনালেন সানিয়া-হিঙ্গিস জুটি। শুরু থেকে দুর্দান্ত খেলেই মৌসুমের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা জিতলেন তারা। ফ্লাশিং মেডোয় আরও একবার জ্বলে উঠল বিশ্বের এক নাম্বার মহিলা দ্বৈত জুটি।
রোববার রাতে দ্বৈতের ফাইনালে সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস জুটি ৬-৩ এবং ৬-৩ সেটে হারান ক্যাসে দেল্লাকোয়া এবং ইয়ারোস্লাভা শেডোভার জুটিকে।
বছরের শেষ মেজর টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন তারা। ফাইনালের মঞ্চেও শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তারা। এদিন আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক ঘণ্টার বেশি সময়ের এই লড়াইয়ে অজি-কাজাখ জুটিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি সানিয়াদের।
কোনও সেট ড্রপ না-করেই জয় পেয়েছেন ইন্দো-সুইস জুটি। সানিয়ার এটাই প্রথম ইউএস ওপেনের দ্বৈত শিরোপা। অন্যদিকে হিঙ্গিসের ১১তম। এর আগে লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বেঁধে হিঙ্গিস এই টুর্নামেন্টের মিশ্র দ্বৈতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন।