Entertainment Image

‘বাজরাঙ্গি ভাইজান’ দেখে কেঁদে ফেললেন আমিরবলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ এই ঈদে মুক্তি পেয়েছে। বন্ধু আমির খানের জন্য সালমান ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। আর এবারে সিনেমাটি দেখে কেঁদেই ফেললেন আমির খান।

মুক্তির অনেক আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’। আর বন্ধু আমির খান ও শাহরুখ খানের জন্য তিনি এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করবেন বলে আগেই জানিয়েছিলেন। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায় বন্ধু সালমানের অভিনয় দেখে চোখের পানি আটকে রাখতে পারেনননি আমির খান। তিনি তার অভিব্যক্তি টুইটারে প্রকাশ করেছেন এই বলে, এখন পর্যন্ত সালমান সেরা অভিনয় করেছেন ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটিতেই।

আমির কিন্তু শিশু অভিনেতা হারশালি মালহোত্রার প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন।