আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত মুত্তিয়া মুরালিধরনের পছন্দের ১১ জন স্পিনারের মধ্যে বাংলাদেশের মান বাংলাদেশের প্রান সাকিব আল হাসান। সাকিব সম্পর্কে মুরালি যা বললেন সাকিব অভিজ্ঞ একজন অলরাউন্ডার যার প্রমাণ এই মূহুর্তে সে ক্রিকেটের ৩ ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার। বিগ ব্যাশে সাকিব দারুন স্পিন নৈপুর্ন দেখিয়েছেন যা বিশ্বকাপে বাংলাদেশ কে কাজ দিবে। সাকিব কে নিয়ে প্রতি পক্ষ অবশ্য সাবধান থাকবে আর সেই সুযোগ কাজে লাগাতে হবে দলের বাকি প্লেয়ারদের। আর সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে। সাকিবের মতো একজন অলরাউন্ডার সব দলেরই প্রয়োজন বললেন মুত্তিয়া। সাকিব একজন স্মার্ট বোলার নিজে স্পিন সম্রাট হয়ে সাকিব কে স্মার্ট বলতে দ্বিধা বোধ করলেন না এই স্পিন কিংবদন্তি। কাজে বোঝাই যাচ্ছে এই বিশ্বকাপের ফোকাসটা সাকিবের উপর একটু বেশি পরবে। সেই সুবাদে সাকিবের ও সুযোগ থাকছে নিজে কে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার।