বাড়ির প্রতি টানটা যে তার অন্য অনেকের চেয়ে বেশি সেটা আগেই জানা ছিল। সেই পুরনো কথাটাই আবারও বললেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।
দেশের শীর্ষস্থানীয় একটা দৈনিক পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক বেশি মিস করি পরিবারকে। আমি প্রচণ্ড হোমসিক একটা ছেলে। খেলা চলাকালীন কোনো সমস্যা হয় না। কারণ, তখন তো সবাই একসঙ্গে থাকি। কিন্তু খেলা শেষে যখন ছুটি হয়, ওই সময়টা আমি ঢাকায় থাকতে পারি না। বাসায় চলে আসি। বিকেএসপিতে থাকতেও তাই করতাম।’
আর সেই পরিবারকে সব সময়ই পাশে পান সৌম্য। নিজের ক্রিকেটার হওয়ার পিছনে সব কৃতিত্বটা পরিবারকেই দিলেন তিনি। বললেন, ‘পুরো অবদানই পরিবারের। পরিবারের জন্যই আজ আমি এখানে। খেলার ব্যাপারে তারা সব সময় আমাকে সমর্থন দিয়ে গেছে। আর এখন তো সবাই সমর্থন দিচ্ছে।’